আট নৌসেনা আধিকারিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল।আর সেই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় কাতারের আদালত। ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল ভারতীয় নৌসেনার প্রাক্তন ৮ আধিকারিকের বিরুদ্ধে। ভারতের পক্ষ থেকে এই মৃত্যুদণ্ড রদে আর্জি জানানো হয়। ভারতের এই আবেদন গ্রহণ করেছে কাতার আদালত। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে শুনানি।

প্রসঙ্গত, ২০২২ সালে কাতারের গোয়েন্দা বিভাগের হাতে এই আট নৌসেনা কর্মী গ্রেফতার হন। তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় কাতার আদালত। এই আটজনের মধ্যে একজনের বোন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করে আবেদন জানান। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের অনুরোধ করেন। এরপরই নড়েচড়ে বসে ভারতের বিদেশমন্ত্রক। তারা বিষয়টি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন।

জানা গিয়েছে, এই ৮ জনই ভারতীয় নৌসেনাতে উচ্চপদে ছিলেন। ২০ বছর ধরে তারা দেশকে সেবা করেছেন। কাতারের আদালত কি নির্দেশ দেয় তার ওপরেই এখন তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। তবে কাতার আদালত থেকে যদি তারা মুক্তি পেয়ে যাযন, তবে দ্রুত তাদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। যদিও কাতারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আপাতত ভারতের আবেদন খতিয়ে দেখে ফের মামলার শুনানি শুরু হবে কাতারের আদালতে। যদিও আগামী শুনানির তারিখ এখনও জানা যায়নি। তবে দ্রুত নৌসেনা আধিকারিকরা দেশে ফিরে আসুন,এটাই সকলে চাইছেন।
