Monday, August 25, 2025

জয়ের আভাস মিলতেই ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী পদ নিয়ে চরম কোন্দলের আশঙ্কা

Date:

Share post:

মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড় রাজ্যে কংগ্রেস যে ফের ক্ষমতায় আসতে চলেছে সে বিষয়ে একরকম নিশ্চিত ছিল হাইকম্যান্ড। তবে প্রশ্ন ছিল কত ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা? বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়ে গিয়েছে ছত্তিশগড়ে ক্ষমতায় এলেও বড় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কংগ্রেস। বরং টেনেটুনে ম্যাজিক ফিগার ছোঁবে হাত শিবির। নির্বাচনী ফলাফলের আভাস পাওয়ার পর আশঙ্কাও বেড়ে উঠেছে নকশাল উপদ্রুত এই রাজ্যে। তা হল মুখ্যমন্ত্রী পদে এবার কে বসবেন?

এমনিতে ছত্তিশগড়ে অঘোষিতভাবে মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলকে (Bhupesh Baghel) মুখ করেই নির্বাচনে নেমেছিল কংগ্রেস। যদি বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসত সেক্ষেত্রে বাঘেলের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে কোনওরকম সমস্যা ছিল না। তবে বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে নিজের অস্তিত্ব জানান দিয়ে দিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী টিএস সিংদেও। তিনি বলছেন, মুখ্যমন্ত্রী কে হবে, সেটা ঠিক করবে দলের হাইকম্যান্ড। সেটাই ঐক্যবদ্ধভাবে সকলকে মেনে নিতে হবে। অর্থাৎ দল বড় জয় না পেলে বাঘেলের আনুগত্য তিনি মানবেন না, এমনটাই ইঙ্গিত দিচ্ছেন সিংদেও। তিনি জানিয়েছেন, “পাঁচ বছর অনেক ভুগেছি। এই আড়াই বছর-আড়াই বছরের কথাটা আমাদের সবার উপর বোঝা হয়ে দাঁড়িয়েছিল। এবার হাইকম্যান্ড যা সিদ্ধান্ত নেবে সবাইকে মানতে হবে।” অর্থাৎ বলার অপেক্ষা রাখে না টিএস সিংদেও বার্তায় এটা স্পষ্ট যে মুখ্যমন্ত্রীর কুরসি নিয়ে দড়ি টানাটানি জারি থাকবে ছত্তিশগড়ে।

উল্লেখ্য, গতবারের বিধানসভা নির্বাচনেও মুখ্যমন্ত্রী পদ নিয়ে দড়ি টানাটানি জারি ছিল ছত্তিশগড়ে। পরে দিল্লির তরফে ঠিক করে দেওয়া হয় আড়াই বছর মুখ্যমন্ত্রী থাকবেন ভুপেশ বাঘেল। আর আড়াই বছর থাকবেন সিংদেও। যদিও পরে সে প্রতিশ্রুতি রাখা হয়নি। সেই সময় মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেন সিংদেও। পরে অবশ্য বুঝিয়ে শুনিয়ে তাঁকে ফিরিয়ে আনে দল। উপমুখ্যমন্ত্রী করা হয়। সেই ক্ষোভ যে মনের ভিতর সিংদেও পুষে রেখেছেন তা এবার বেশ বোঝা যাচ্ছে তাঁর বার্তায়।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...