Thursday, November 6, 2025

সুইচ হিটে ছক্কা হাঁকানোয় মজেছেন সূর্য থেকে রাসেল, র.হস্য ফাঁ.স রিঙ্কুর

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে রিঙ্কু সিংয়ের ব্যাট কথা বলছে। রায়পুরে অনুষ্ঠিত চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে রিঙ্কু মাত্র ২৯ বলে ৪৬ রান করেছেন।তার দুরন্ত সব শটের মধ্যে একটি বিশেষ শট নিয়ে চর্চা হচ্ছে বেশি। সেটা হল সুইচ হিট। ভারতের ইনিংসের ১২-তম ওভারে ম্যাথু শর্টের বলে সুইচ হিটে ছক্কা হাঁকান রিঙ্কু। সেই শট দেখে গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাকে কুর্নিশ করে। অধিনায়ক সূর্যকুমার যাদবও উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেন।
রিঙ্কুর ছক্কা ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। বড় বড় ছক্কা কীভাবে মারতে পারেন তিনি? ব্যাখ্যা করেছেন বাঁ হাতি স্বয়ং। খেলা শেষ হওয়ার পর রিঙ্কুকে প্রশ্ন করেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার জীতেশ শর্মা। রিঙ্কু প্রথমে এড়িয়ে যেতে চান। তিনি উত্তরে বলেন, তুমি তো জানোই। কারণ আমার সঙ্গে জিম করো। আমি ভাল খাবার খাই আর জিমে একটু ওজন তুলি। তা থেকেই শক্তি পাই।
জীতেশ জানতে চান, রিঙ্কু কী ভাবে চাপের মুখেও এত ঠান্ডা থাকতে পারেন। কেকেআর ব্যাটার বলেন, পাঁচ-ছ’বছর আইপিএল খেলছি। সেখান থেকেই ঠান্ডা মাথায় খেলতে শিখেছি। ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচ আগামী রবিবার নিয়মরক্ষার ম্যাচ।
আসলে গত আইপিএল থেকে বদলে গিয়েছেন রিঙ্কু। জাতীয় দলের হয়েও দারুণ ছন্দে ব্যাট করে চলেছেন তিনি। খুব কাছ থেকে রিঙ্কুকে দেখেছেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান তারকা বলছেন,রিঙ্কু যেভাবে খেলছে, তাতে আমি একটুও অবাক নই। কয়েকবছর আগে কেকেআর-এ যোগ দিয়েছিল রিঙ্কু। নেটে বা প্র্যাকটিস ম্যাচে যখনই রিঙ্কুকে খেলতে দেখতাম, তখনই ওর দক্ষতা বুঝতে পারতাম। বড় শট খেলত। সুযোগ পেয়ে আইপিএলের মতো বড় মঞ্চে একটার পর একটা ম্যাচ ফিনিশ করায় আত্মবিশ্বাস এখন বেড়ে গিয়েছে।যা পরিস্থিতি কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংকে বোধ হয় আর বিশ্বের কোনও মাঠেই আটকানো যাবে না। টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কা মারা এখন তাঁর কাছে জলভাত।

spot_img

Related articles

ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বহরমপুরে

নাম ছিল না ২০০২ সালের ভোটার লিস্টে(Voter list) আর সেই আতঙ্কেই বৃহস্পতিবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন...

ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, লিভ-ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ

লেক থানা (Lake Police Station) এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোটা...

হতভম্ব পুলিশ! নয়ডার অভিজাত এলাকার নর্দমায় মহিলার মুণ্ডহীন নগ্নদেহ উদ্ধার

বৃহস্পতিবার সকালে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল নয়ডার (Noida) এক অভিজাত এলাকা। আজ, সকালে সেক্টর ১০৮–এর নর্দমা থেকে উদ্ধার...

বিহারে প্রথমদফায় নির্বাচনে বেলা গড়াতেই অশান্তি, উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা

বিহারে (Bihar) প্রথমদফায় নির্বাচন শান্তিপূর্ণভাবে শুরু হলেও, বেলা গড়াতেই অশান্তি ছড়ায়। উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কনভয়ে (Convoy) হামলার...