আইএস জঙ্গি যোগে গ্রেফতার ১৩, দুই রাজ্যের ৪০ জায়গায় NIA তল্লাশি

আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে মহারাষ্ট্র ও কর্ণাটক দুই রাজ্যে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই দুই রাজ্যের ৪০ জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ১৩ জনকে। শনিবার সকাল থেকে শুরু হয়েছে এই অভিযান।

আইএস কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে গত অগস্টে আকিফ আতিক নাচান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এনআইএ। পরে আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয় নভেম্বরে। এনআইএ সূত্রের খবর, মুম্বই থেকে গত মাসে গ্রেফতার করা হয়েছিল তাবিশ নাসের সিদ্দিকি নামে এক ব্যক্তিকে। জুবেইর নুর মহম্মদ শেখ এবং আদনান সরকার গ্রেফতার হয় পুণে থেকে। শরজিল শেখ এবং জুলফিকার আলিকে গ্রেফতার করা হয় ঠাণে থেকে। সেই ঘটনার পর দেশে আইএসের শিকড় উপড়ে ফেলতে কোমর বেঁধে মাঠে নামল জাতীয় তদন্তকারী সংস্থা।

এনআইএ সূত্রের খবর, মহারাষ্ট্রের ঠাণে, পুণে, মীরা ভায়ান্দরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কর্নাটকের এক জায়গায়, পুণের দু’জায়গায়, ঠাণে গ্রামীণের ৩১ জায়গায়, ঠাণে শহরে ৯ জায়গায় এবং ভায়ান্দরের এক জায়গায় তল্লাশি চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে এনআইএ সূত্রে জানা যাচ্ছে।

Previous articleদু.র্ঘটনাকে শূন্যে নিয়ে যাওয়ার পদক্ষেপ, এবার বিদেশের ধাঁচে রাজ্যে সেফ করিডর
Next articleঅন্যের ‘দৃষ্টি’ ফেরাতে শ্ম.শানে শ্ম.শানে ঘুরে চলেন শ্রীরামপুরের সীদাম!