Sunday, August 24, 2025

নজরে আসন সমঝোতা, ১৯ ডিসেম্বর I.N.D.I.A.-র জোটের বৈঠক

Date:

Share post:

একটা তারিখ স্থগিত হওয়ার পরে ফের I.N.D.I.A.-র জোটের বৈঠকের দিন ঠিক হল। ১৯ ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জোটের পরবর্তী বৈঠক। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে I.N.D.I.A. জোট। গত কয়েকটি বৈঠকে বেশ কয়েকটি কমিটি হলেও, এখনও আসন সমঝোতায় নিয়ে আলোচনার কথা প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, সেই বিষয়েই বৈঠকে মূল আলোচনা হবে।

এর আগে পটনা, মুম্বই এবং বেঙ্গালুরুতে I.N.D.I.A. জোটের বৈঠক হয়। তবে চতুর্থ বৈঠকের তারিখ নিয়ে জটিলতা দেখা দেয়। ৬ তারিখ দিন ঘোষণা হলেও, সেই খবর আগে থেকে জানানো হয়নি বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata BAnerjee)। বিভিন্ন কারণে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দেন এম কে স্ট্যালিন, নীতীশ কুমর, অখিলেশ যাদব। এরপরেই সেই বৈঠক স্থগিত করা হয়। বলা হয়, পরবর্তী বৈঠকের দিন পরে জানানো হবে। কংগ্রস নেতা রাহুল গান্ধী খোদ ফোন করেন মমতাকে। তিনিও জানান দ্রুত হবে জোটের বৈঠক। ১৯ ডিসেম্বর বেলা ২টো নাগাদ সেই চতুর্থ বৈঠকই হতে চলেছে

বিভিন্ন রাজ্যে জোট শরিকদের আসন সমঝোতাই এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। একই সঙ্গে যৌথ ন্যূনতম কর্মসূচি নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, যেখানে যারা বিজেপিকে রুখতে সক্ষম সেই দলগুলিকেই দায়িত্ব দেওয়া উচিৎ। একই মত অখিলেশ ও অরবিন্দ কেজরিওয়ালের। ৭০ শতাংশ আসনে একের বিরুদ্ধে এক, এই নীতিতে প্রার্থী দিলে বিজেপি দাঁড়তে পারবে না বলে মত I.N.D.I.A.-র শরিকদের।

এদিকে, কংগ্রেসের বিরুদ্ধে বারবারই জোটের নেতৃত্ব দেওয়ার চেষ্টার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতেই ১৯ ডিসেম্বরের বৈঠক। সেখানে আঞ্চলিক দলগুলিকে কতটা প্রাধান্য দেওয়া হয় সেটাই দেখার।

আরও পড়ুন- গোষ্ঠীদ্ব.ন্দ্বে রাজস্থান-মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী বাছতে পারেনি বিজেপি, ছত্তিশগড়ে ভরসা আ.দিবাসী মুখে

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...