Sunday, November 9, 2025

নজরে আসন সমঝোতা, ১৯ ডিসেম্বর I.N.D.I.A.-র জোটের বৈঠক

Date:

Share post:

একটা তারিখ স্থগিত হওয়ার পরে ফের I.N.D.I.A.-র জোটের বৈঠকের দিন ঠিক হল। ১৯ ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জোটের পরবর্তী বৈঠক। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে I.N.D.I.A. জোট। গত কয়েকটি বৈঠকে বেশ কয়েকটি কমিটি হলেও, এখনও আসন সমঝোতায় নিয়ে আলোচনার কথা প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, সেই বিষয়েই বৈঠকে মূল আলোচনা হবে।

এর আগে পটনা, মুম্বই এবং বেঙ্গালুরুতে I.N.D.I.A. জোটের বৈঠক হয়। তবে চতুর্থ বৈঠকের তারিখ নিয়ে জটিলতা দেখা দেয়। ৬ তারিখ দিন ঘোষণা হলেও, সেই খবর আগে থেকে জানানো হয়নি বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata BAnerjee)। বিভিন্ন কারণে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দেন এম কে স্ট্যালিন, নীতীশ কুমর, অখিলেশ যাদব। এরপরেই সেই বৈঠক স্থগিত করা হয়। বলা হয়, পরবর্তী বৈঠকের দিন পরে জানানো হবে। কংগ্রস নেতা রাহুল গান্ধী খোদ ফোন করেন মমতাকে। তিনিও জানান দ্রুত হবে জোটের বৈঠক। ১৯ ডিসেম্বর বেলা ২টো নাগাদ সেই চতুর্থ বৈঠকই হতে চলেছে

বিভিন্ন রাজ্যে জোট শরিকদের আসন সমঝোতাই এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। একই সঙ্গে যৌথ ন্যূনতম কর্মসূচি নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, যেখানে যারা বিজেপিকে রুখতে সক্ষম সেই দলগুলিকেই দায়িত্ব দেওয়া উচিৎ। একই মত অখিলেশ ও অরবিন্দ কেজরিওয়ালের। ৭০ শতাংশ আসনে একের বিরুদ্ধে এক, এই নীতিতে প্রার্থী দিলে বিজেপি দাঁড়তে পারবে না বলে মত I.N.D.I.A.-র শরিকদের।

এদিকে, কংগ্রেসের বিরুদ্ধে বারবারই জোটের নেতৃত্ব দেওয়ার চেষ্টার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতেই ১৯ ডিসেম্বরের বৈঠক। সেখানে আঞ্চলিক দলগুলিকে কতটা প্রাধান্য দেওয়া হয় সেটাই দেখার।

আরও পড়ুন- গোষ্ঠীদ্ব.ন্দ্বে রাজস্থান-মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী বাছতে পারেনি বিজেপি, ছত্তিশগড়ে ভরসা আ.দিবাসী মুখে

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...