Saturday, August 23, 2025

অগ্রহায়ণেই তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে!ঠাণ্ডায় কাবু সান্দাকফু, ফালুট

Date:

Share post:

অগ্রহায়ণ চলছে, এরপর পৌষ তারপর মাঘ। মাসের হিসেবে শীতের কামড় এবার শুরুতেই বেশি। রাজ্যের সান্দাকফু এখনই তুষারে মোড়া।শুক্রবার নতুন করে তুষারপাত না হলেও দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা ও সিঙ্গালিলা অরণ্যাঞ্চলে তাপমাত্রা রাতে ৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামছে। ফলে শেষ রাতে শিশির জমে বরফ সর্বত্র। নেপাল সংলগ্ন সান্দাকফু, ফালুটের অনেক অংশে তুষারে মোড়া। পর্যটক, পর্বতারোহীরা সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করছেন।

অনেকের আশা যেভাবে সম্প্রতি কার্শিয়াংয়ের সীমানায় বরফ পড়েছিল তাতে এবারের শীতে দার্জিলিং শহরেও তুষারপাত হবে। আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘার সবকটি শৃঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছে দার্জিলিং ও কালিন্পং দুই জেলার বিভিন্ন অংশ থেকে। হিমালয়ের ডুয়ার্স-তরাই এলাকার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কনকনে শীত। আন্তর্জাতিক সীমান্তের ওপারে ভুটানেও শুরু হয়েছে তুষারপাত। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় ঠান্ডা বাড়ছে।জোরকদমে চলছে খেজুর গুড় জ্বাল দেওয়া।

আকাশ পরিষ্কার। রাজ্যের পশ্চিম দিক থেকে বাধাহীনভাবে ঢুকছে উত্তর-পশ্চিম বায়ু। যে কারণে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তুলনায় ৪-৫ ডিগ্রি কম। এই তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার ২০ ডিসেম্বর থেকে রাজ্যের তাপমাত্রা আরও কমবে। অন্যদিকে আপাতত দার্জিলিং জেলা ছাড়া অন্য জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর পেরিয়ে দক্ষিণেও কনকনে শীত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূমে। জঙ্গলমহল ও খনি শিল্পাঞ্চলের এলাকায় হু হু করে নামছে তাপমাত্রা। বড়দিনের আগে আরও শীত বাড়বে এমনই সম্ভাবনা। বলা যেতে পারে উত্তরের তুষার মোড়া শীতের সাথে পাঞ্জা কষছে দক্ষিণের খেজুর রসে মৌতাতের ঠাণ্ডা। তবে এই ঠাণ্ডায় খুশি সবাই।

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...