Monday, August 25, 2025

রূপান্তরকামীদের পিরিয়ডস নিয়ে হাস্যকর যুক্তি স্মৃতি ইরানির!

Date:

Share post:

পৃথিবীতে কিছু মানুষ থাকেন যাঁরা অনেক কিছু জানেন না। কিন্তু এমন কিছু মানুষ থাকেন যাঁরা নিজেরাই জানেন না যে, তাঁরা কতটা জানেন আর কতটা জানেন না। খুব স্বাভাবিকভাবেই তাঁদের ‘অজ্ঞতা’ যখন তখন সকলের সামনে প্রকট হয়ে ওঠে। এমন একজন ব্যক্তিত্ব হলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী এবং অভিনেত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। একজন মহিলা হয়েও মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে যে তাঁর বিন্দুমাত্র জ্ঞান নেই, সেটা দিন কয়েক আগে ‘পিরিয়ড লিভস’ নিয়ে করা নেত্রীর মন্তব্য থেকেই পরিষ্কার হয়ে গেছিল। তবে তাঁর অজ্ঞতার পরিমাণটা যে কত বেশি সেটা আরও একবার নিজেই প্রমাণ করে ফেললেন। রূপান্তরকামীদের পিরিয়ডস নিয়ে হাস্যকর যুক্তি তৈরি করে রীতিমতো বিপাকে স্মৃতি (Smriti Irani)।

কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির অজ্ঞানতার সৌজন্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঋতুকালীন ছুটি বিষয়টা এখন বেশ ট্রেন্ডিং। গত ১৩ ডিসেম্বর রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে বলেন, পিরিয়ড লিভসের কোনও প্রয়োজন নেই। তা সমান সুযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। আর মহিলাদের জীবনে এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা, কোনও বাধা নয়। ব্যাস এরপর থেকেই সরব হয়েছেন মহিলারা। মেনস্ট্রুয়াল সাইকেল প্রতিবন্ধকতা যেমন নয়, ঠিক তেমনভাবে এটাও সত্যি যে এই সময়ে যে হরমোনের পরিবর্তন হয় তাতে অন্য চার পাঁচটা দিনের থেকে এই পাঁচটা দিনে মহিলাদের শারীরিক এবং মানসিক একাধিক পরিবর্তন আসে। যে কারণে বিশ্বজুড়ে এই সময়ে ছুটির পক্ষে সওয়াল জোরদার হচ্ছে। এই ঘটনার কিছুদিন যেতে না যেতেই রূপান্তরকামীদের পিরিয়ডস নিয়ে মন্তব্য করে নিজের ‘মূর্খতা’কে সবার সামনে তুলে ধরলেন বিজেপি নেত্রী। এক সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁর প্রশ্ন, কোনও সমকামী পুরুষের কি পিরিয়ডস হওয়া সম্ভব? তা হলে এলজিবিটিকিউ-দের মেনস্ট্রুয়াল লিভ নিয়ে এই প্রশ্ন উঠছে কেন? অর্থাৎ রূপান্তরকামীদের শারীরিক পরিবর্তনে কী কী প্রভাব পড়ে, মন্ত্রীর যে সেই সম্পর্কে কোনও ধারণা নেই সেটা তাঁর কথা থেকে স্পষ্ট হয়ে গেছে। স্মৃতির মন্তব্য ছিল, ‘হুইচ গে ম্যান উইদাউট ইউটেরাস হ্যাজ় আ মেনস্ট্রুয়াল সাইকেল?’ স্বাভাবিক ভাবেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা স্মৃতির যুক্তিকে হাস্যকর আখ্যা দিচ্ছেন। ঘটনাকে ঘিরে সরব হয়েছে বিরোধী শিবিরও।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...