যত সময় যাচ্ছে ততই বিষাক্ত হচ্ছে রাজধানীর বাতাস। ঠাণ্ডার দাপটের মাঝেই দমবন্ধকর পরিবেশে শ্বাস নিতে হচ্ছে দিল্লিবাসীকে। বৃহস্পতিবার রাজধানীর বাতাসের গুণগত মান ছিল ৪১৮ যা রীতিমতো চিন্তায় রেখেছে পরিবেশবিদদের। কুয়াশায় ভ্যানিশ হয়েছে তাজমহল। বুধবার দিল্লি-আগ্রায় সকালের দিকে ঘন কুয়াশার কারণে খুবই কম ছিল দৃশ্যমানতা। আজও একই ছবি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চার দিন সকাল-সন্ধ্যায় ঘন কুয়াশায় ঢেকে যাবে আগ্রা। আগামী ১ জানুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার আগ্রায় বায়ু গুণমান (AQI) ছিল ১৩২। আজ তা লাফিয়ে বেড়েছে অনেকটাই।

গতকালের পর আজও ঘন কুয়াশার কারণে রাজধানীর বিভিন্ন প্রান্তে দৃশ্যমানতা শূন্যে পৌঁছয়। সকালে দিল্লির সর্বনিম্ন মাত্রা নেমেছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি। বুধবার ১২টি ট্রেন দেরিতে পৌঁছেছে। আজ ২২ টি ট্রেন লেট রান করছে বলে রেল সূত্রে খবর। দিল্লির পাশাপাশি সমগ্র উত্তর ভারতই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবে আগামী রবিবার পর্যন্ত ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে IMD।
