Tuesday, January 6, 2026

এখনই ফেরত নয় বাংলো, দিল্লি হাইকোর্টে খারিজ মহুয়ার আবেদন

Date:

Share post:

সাংসদ পদ খারিজ মামলায় সুপ্রিম কোর্টে খানিকটা স্বস্তি পেলেও সরকারি বাংলো ফেরত মামলায় দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন না মহুয়া মৈত্র। তৃণমূলের বহিষ্কৃত সাংসদের আবেদন খারিজ করে আদালতের তরফে সংসদের হাউসিং কমিটিতে আবেদন করতে বলল দিল্লি হাই কোর্ট।

দিল্লি হাইকোর্টের তরফে জানানো হয়েছে, সাংসদ পদ এখনও ফেরত পাননি মহুয়া। সুপ্রিমকোর্টে সেই মামলা চলছে। ফলে সরকারি বাংলো ফেরতের কোনও প্রশ্নি ওঠে না। এরপরই মহুয়ার সরকারি বাংলো ফেরতের আবেদন খারিজ করে তাঁকে এই বিষয়ে সংসদের হাউসিং কমিটিতে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে সরকারকে হাই কোর্টের পরামর্শ, এক্ষেত্রে আইন মেনেই যেন ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও হাইকোর্ট মহুয়াকে এই মামলা প্রত্যাহার করে নেওয়ার অনুমতি দেয়। সেইমতো নিজের আবেদন প্রত্যাহার করে সংসদের হাউসিং কমিটির কাছেই আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন মহুয়া।

উল্লেখ্য, লোকসভায় টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে এথিক্স কমিটির সুপারিশে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mohua Moitra) লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরের তরফে আগামী ৭ জানুয়ারির মধ্যে বাংলো ছাড়তে বলা হয়েছে মহুয়াকে। এই নির্দেশের বিরুদ্ধেই উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেছেন তৃণমূল নেত্রী। আবেদন করেছেন, নিদেন পক্ষে আগামী লোকসভা নির্বাচনের ফল প্রকাশ অবধি তাঁকে বর্তমান বাংলোতে থাকতে দেওয়া হোক। কিন্তু সেই মামলায় বিশেষ স্বস্তি পেলেন না বহিষ্কৃত তৃণমূল সাংসদ। যদিও সাংসদ পদ ফেরত মামলায় গতকালই সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি পেয়েছেন মহুয়া। কেন তাঁর সাংসদ পদ বাতিল হল, ব্যাখ্যা চেয়ে সংসদের সচিবালয়কে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

spot_img

Related articles

প্রমাণহীন অভিযোগ, পদেই থেকেই বিদ্রোহী সৌরভ, পুলিশের তদন্তে আস্থা শ্রাচির

যতটা গর্জালেন ফেসবুকে ততটা বর্ষালেন না। বেটিং-গট আপের প্রমাণ দেবেন সোশ্যাল মিডিয়ায় গরম করেছিলেন সৌরভ পাল(Sourav pal)। নিজে...

লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যা সমাধানে হিমসিম কমিশন: সময় বেঁধে কাজ শেষের হুঁশিয়ারি!

দুই বছরের কাজ দুই মাসে শেষ করার মতো অসম্ভব প্রক্রিয়া হাতে নিয়ে হিমসিম নির্বাচন কমিশন। যেখানে দেশের ১২...

মন্ত্রী হতে চান! কারণ ব্যাখ্যা দিলীপের, কেন্দ্রে মন্ত্রী হননি কেন: খোঁচা কুণালের

২০২৬ না কি বাংলায় পরিবর্তন হবে। আর উনি তখন মন্ত্রী হতে চান। নদিয়া জেলার কুপার্স ক্যাম্পে আয়োজিত পরিবর্তন...

বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না: বীরভূমে দাঁড়িয়ে বিজেপিকে জবাব অভিষেকের

বাংলার মহিলাদের গো-বলয়ের পুরুষশাসিত মধ্যযুগীয় সমাজের মতো বাঁধতে চেয়েছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। ঘরে বন্দি রাখার...