Sunday, January 11, 2026

“মুখ্যমন্ত্রীর অনুমোদন মিললে তবেই অপসারণ”! সুপ্রিম রায়ে স্বস্তিতে মন্ত্রী

Date:

Share post:

বড়সড় স্বস্তিতে ইডির হাতে ধৃত তামিলনাডুর (Tamil Nadu) মন্ত্রী ভি সেন্থিল বালাজি (V Senthil Balaji)। শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court of India) সাফ জানিয়ে দিল, মুখ্যমন্ত্রীর সম্মতি বা অনুমোদন ছাড়া কোনওভাবেই সরানো যাবে না কোনও মন্ত্রীকে। পাশাপাশি মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court) এই বিষয়ে যে রায় দিয়েছে তা একেবারেই সঠিক বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ (Division Bench)।

মাদ্রাজ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন এম এল রবি নামে স্বঘোষিত এক সমাজকর্মী। শুক্রবার রায় দিতে গিয়ে বিচারপতি অভয় এস ওকার ডিভিশন বেঞ্চ স্ষ্ট জানিয়ে দিয়েছে, ‘মাদ্রাজ হাইকোর্ট সঠিক রায় দিয়েছে। ওই রায়ে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই। একজন মন্ত্রীকে সরানোর বিষয়ে মুখ্যমন্ত্রীই চূড়ান্ত নেওয়ার অধিকারী’।

উল্লেখ্য, গত বছরই দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তামিলনাডুর মন্ত্রী ভি সেন্থিল বালাজি। এরপর নিজের মর্জিমাফিক মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন তামিলনাডুর রাজ্যপাল আর এন রবি। শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের কথামতো বরখাস্তের নির্দেশ তুলে নেন। এরপরই ভি সেন্থিল রাজুকে দফতর বিহীন মন্ত্রী করেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

ইডির হাতে ধৃত মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের হয়। ওই মামলাতে মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, কোনও মন্ত্রীকে মন্ত্রিসভায় রাখা এবং না রাখার বিষয়টি সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর এক্তিয়ার। কোনও মন্ত্রীকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়া রাজ্যপালের বরখাস্তের এক্তিয়ার রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

 

 

 

 

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...