Tuesday, August 26, 2025

তৃণমূলের সাফল্য, উন্নয়ন তুলে ধরবে ‘অ্যাপ্রোচ পেপার’, জেলার কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত

Date:

Share post:

দলীয় কর্মীদের আরও সুসংগঠিত ও উজ্জীবিত করার বার্তা তৃণমূলের উত্তর ২৪ পরগণার কোর কমিটির বৈঠকে। এই লক্ষ্যকে সামনে রেখেই জেলার চারটি সাংগঠনিক জেলার আলাদা আলাদা করে সম্মেলনের আয়োজন করা হবে। ‘অ্যাপ্রোচ পেপার’ তৈরি করা হবে দলের সাফল্য, উন্নয়ন ও বিজেপির বঞ্চনা, অত্যাচার, দুর্নীতি, কেলেঙ্কারির বিষয়ে।সোমবার উত্তর ২৪ পরগনা জেলার কোর কমিটি বৈঠকের পর এমনটাই জানালেন, তৃণমূল সাংসদ সৌগত রায়।

দেগঙ্গার কর্মীসভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর ২৪ পরগনা জেলার জন্য তৈরি করে দেওয়া ২০ জনের কোর কমিটির প্রথম বৈঠক হয় সোমবার। দুপুরে মধ্যমগ্রামের বারাসাত সাংগঠনিক জেলার কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এদিন কোর কমিটির বৈঠকে এই দুটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এই প্রস্তাবগুলি আগামীদিনে উচ্চ নেতৃত্বের অনুমোদন পেলে বাস্তবায়িত করা হবে। এছাড়া বিজেপির মদতে বহু প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। সে ক্ষেত্রে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করা হবে কোনও তদন্ত ছাড়া যেন কারও নাম বাদ দেওয়া না হয়।

এদিনের বৈঠকে কোর কমিটির ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন। ছিলেন কমিটির আহ্বায়ক নির্মল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য্ , মমতা ঠাকুর, রফিকুল ইসলাম, উষারানী মন্ডল, সুকুমার মাহাতো, তাপস দাশগুপ্ত, গোপাল শেঠ, অঞ্জু বসু, সোমনাথ শ্যাম রফিকুর রহমান ছাড়াও অন্যান্যরা। এছাড়াও আমন্ত্রিত সদস্য হিসেবে সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অর্জুন সিংও উপস্থিত ছিলেন। সৌগত রায় জানান, বিজেপি গোটা দেশ জুড়ে নানান দুর্নীতি, তছরুপ করছে। আদানি-আম্বানিদের সুবিধা পাইয়ে দিচ্ছে। বিভিন্ন রাজ্যে মানুষের উপর অত্যাচার করছে। আমরা এবার সে সব বিষয় লিখিত আকারে তুলে ধরব। পাশাপাশি আমাদের রাজ্যের সাফল্য, উন্নয়নও কর্মীদের কাছে তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে প্রচার করব। নির্মল ঘোষ বলেন, ফেব্রুয়ারি থেকেই সাংগঠনিক জেলার কর্মী, বিধায়ক, সাংসদ সহ দলের সকল পদাধিকারীদের নিয়ে সম্মেলন শুরু হবে। সবমিলিয়ে এক উদ্দীপনার আবহ কোর কমিটির বৈঠককে কেন্দ্র করে।

spot_img

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...