Saturday, November 29, 2025

শাহজাহান গ্রেফতারে দেরি কেন? মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের জবাবে ‘সন্তুষ্ট’ রাজ্যপাল

Date:

Share post:

সন্দেশখালি কাণ্ডে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে তলব করেছিলেন তলব করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ৬ দিন পর বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। দীর্ঘ বৈঠক হয় তাঁদের মধ্যে। সেই বৈঠকে রাজ্যের জবাবে সন্তুষ্ট রাজ্যপাল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল বলেন, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক ইতিবাচক। রাজ্যের তরফে অনেক তথ্য দেওয়া হয়েছে।

রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজভবনে গিয়েছিলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। সেখানে বেশ অনেকক্ষণ বৈঠক চলে। এই বৈঠকের ব্যাপারে এদিন রাজ্যপাল বলেন, ‘ইডির হয়রানি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। তদন্তের স্বার্থে তা গোপন রাখছি।’ শেখ শাহজাহান কোথায়, সে নিয়ে কি কোনও আলোচনা হয়েছে বৈঠকে? সাংবাদিকদের প্রশ্নে রাজ্যপাল বলেন, “কেন শেখ শাহজাহানকে এখনও গ্রেফতার করা যায়নি, তা জানতে চেয়েছিলাম মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের কাছে। রাজ্যের তরফে জানানো হয়েছে কেন তাঁকে গ্রেফতার করতে দেরি হচ্ছে।”

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়াতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। মাথা ফাটে, গাড়িও ভাঙচুর করার অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ এখনও চলছে। ঘটনার পর ৭ দিন কেটে গেলেও এখনও অধরা শাহজাহান। সূত্রের খবর, শাহজাহানের খোঁজ শুরু করেছে রাজ্য পুলিশ। দিকে দিকে তল্লাশিও চালানো হচ্ছে।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...