Wednesday, December 10, 2025

স্বাস্থ্যমন্ত্রকের স্বীকৃতি, দেশের সেরার তালিকায় রাজ্যের তিন হাসপাতাল

Date:

Share post:

রাজ্য সরকারের মুকুটে নয়া পালক। দেশের সেরা হাসপাতালগুলির তালিকায় অন্তর্ভুক্ত হল রাজ্যের তিনটি হাসপাতাল। তার মধ্যে রয়েছে NRS, RG KAR এবং বি সি রায় শিশু হাসপাতাল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই তিনটি হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে ‘কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম’-এই স্বীকৃতি মিলেছে।এন আর এস, আরজিকর এবং বি সি রায় শিশু হাসপাতাল এই তিনটি হাসপাতালের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা এবং শিশু-প্রসূতি বিভাগের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য অবদানের জন্যই এই শংসাপত্র মিলেছে।

আগামী তিন বছরের জন‌্য দেশের সেরা হাসপাতালের তালিকাভুক্ত হয়েছে আর জি কর এবং এনআরএস মেডিক‌্যাল কলেজ হাসপাতাল। বি সি রায় শিশু হাসপাতালকে এক বছরের জন্য ‘মুসকান’ শংসাপত্র ও পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। প্রাপ্ত অর্থ খরচ করতে হবে উন্নয়ের কাজে।জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর এল এস চাংসান এই মর্মে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দিয়ে এই খবর জানিয়েছেন। গত অক্টোবর ও নভেম্বরে ছ’দিনের পরিদর্শন ও মূল্যায়নের নিরিখে ‘মুসকান’ ও ‘লক্ষ্য’ কর্মসূচিতে রাজ্যের মুকুটে এই পালক যোগ হয়েছে। ২০১৯ সালে প্রসূতি স্বাস্থ্যের দিকে নজর রাখতেই ‘লক্ষ্য’ কর্মসূচি চালু হয় । যেখানে লেবার রুম ও মেটারনিটি অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতা থেকে শুরু করে পরিকাঠামো— সবকিছুই খতিয়ে দেখা হয়। ‘মুসকান’-এর ক্ষেত্রে কেন্দ্রীয় প্রতিনিধিরা শিশুরোগ বিভাগের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারের (এনআরসি), সিক নিউ বর্ন কেয়ার ইউনিট (এসএনসিইউ) পর্যবেক্ষণ করেন।

‘মুসকান’ কর্মসূচিতে আর জি কর ৯৬%, বি সি রায় শিশু হাসপাতাল ৮৯%, এবং এন আর এস ৯৭ শতাংশ সাফল্য অর্জন করেছে। ‘লক্ষ্য’ কর্মসূচিতে আর জি কর দু’টি ক্ষেত্রেই ৯২ শতাংশ এবং এন আর এস ৯৩% ও ৯১% সাফল্য নিজের ঝুলিতে ভরেছে । এই সাফল্যের পর কেন্দ্র থেকে তিনটি হাসপাতাল প্রতি বছর কয়েক লক্ষ টাকা করে অনুদান পাবে। যদিও কেন্দ্রীয় প্রতিনিধিরা ওই হাসপাতালগুলির প্রসূতি ও শিশু স্বাস্থ্যের কিভাবে উন্নতি করতে হবে সেই বিষয়ে আলোকপাত করে গিয়েছেন।

spot_img

Related articles

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় 'রোকেয়া মিনার'...

নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার...

জেডএসআই-এর বড় আবিষ্কার! মেঘালয়ে মিলল দুটি নতুন ‘সালটিসিডি’ মাকড়সা

মেঘালয়ের জীববৈচিত্র্যময় অরণ্যে সন্ধান মিলল দু’টি নতুন লাফানো মাকড়সার প্রজাতির। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-এর বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার...

প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স পাণ্ডিয়ার, টি২০-র শুরুতেই দাপুটে জয় ভারতের

একদিনের সিরিজ যেখানে শেষ করেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ সেখান থেকেই শুরু করল টিম ইন্ডিয়া(Team India)। কটকে...