Friday, August 22, 2025

স্বাস্থ্যমন্ত্রকের স্বীকৃতি, দেশের সেরার তালিকায় রাজ্যের তিন হাসপাতাল

Date:

Share post:

রাজ্য সরকারের মুকুটে নয়া পালক। দেশের সেরা হাসপাতালগুলির তালিকায় অন্তর্ভুক্ত হল রাজ্যের তিনটি হাসপাতাল। তার মধ্যে রয়েছে NRS, RG KAR এবং বি সি রায় শিশু হাসপাতাল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই তিনটি হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে ‘কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম’-এই স্বীকৃতি মিলেছে।এন আর এস, আরজিকর এবং বি সি রায় শিশু হাসপাতাল এই তিনটি হাসপাতালের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা এবং শিশু-প্রসূতি বিভাগের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য অবদানের জন্যই এই শংসাপত্র মিলেছে।

আগামী তিন বছরের জন‌্য দেশের সেরা হাসপাতালের তালিকাভুক্ত হয়েছে আর জি কর এবং এনআরএস মেডিক‌্যাল কলেজ হাসপাতাল। বি সি রায় শিশু হাসপাতালকে এক বছরের জন্য ‘মুসকান’ শংসাপত্র ও পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। প্রাপ্ত অর্থ খরচ করতে হবে উন্নয়ের কাজে।জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর এল এস চাংসান এই মর্মে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দিয়ে এই খবর জানিয়েছেন। গত অক্টোবর ও নভেম্বরে ছ’দিনের পরিদর্শন ও মূল্যায়নের নিরিখে ‘মুসকান’ ও ‘লক্ষ্য’ কর্মসূচিতে রাজ্যের মুকুটে এই পালক যোগ হয়েছে। ২০১৯ সালে প্রসূতি স্বাস্থ্যের দিকে নজর রাখতেই ‘লক্ষ্য’ কর্মসূচি চালু হয় । যেখানে লেবার রুম ও মেটারনিটি অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতা থেকে শুরু করে পরিকাঠামো— সবকিছুই খতিয়ে দেখা হয়। ‘মুসকান’-এর ক্ষেত্রে কেন্দ্রীয় প্রতিনিধিরা শিশুরোগ বিভাগের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারের (এনআরসি), সিক নিউ বর্ন কেয়ার ইউনিট (এসএনসিইউ) পর্যবেক্ষণ করেন।

‘মুসকান’ কর্মসূচিতে আর জি কর ৯৬%, বি সি রায় শিশু হাসপাতাল ৮৯%, এবং এন আর এস ৯৭ শতাংশ সাফল্য অর্জন করেছে। ‘লক্ষ্য’ কর্মসূচিতে আর জি কর দু’টি ক্ষেত্রেই ৯২ শতাংশ এবং এন আর এস ৯৩% ও ৯১% সাফল্য নিজের ঝুলিতে ভরেছে । এই সাফল্যের পর কেন্দ্র থেকে তিনটি হাসপাতাল প্রতি বছর কয়েক লক্ষ টাকা করে অনুদান পাবে। যদিও কেন্দ্রীয় প্রতিনিধিরা ওই হাসপাতালগুলির প্রসূতি ও শিশু স্বাস্থ্যের কিভাবে উন্নতি করতে হবে সেই বিষয়ে আলোকপাত করে গিয়েছেন।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...