Sunday, November 2, 2025

কোনও প্রমাণ নেই! ফের নিজেকে ‘নির্দোষ’ দাবি শঙ্করের, স্বামীকে দেখে আদালতে কেঁদে ভাসালেন জ্যোৎস্না

Date:

Share post:

রেশন বন্টন মামলার সঙ্গে কোনওভাবেই যুক্ত নন তিনি। গ্রেফতারির পর থেকেই এমন দাবি করে আসছিলেন রেশন বন্টন মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য (Shankar Adhya)। আর শনিবারও সেই একই অবস্থানে অনড় থাকলেন তিনি। ইডি হেফাজতের (ED Custody) মেয়াদ শেষ হওয়ার কারণে শনিবারই শংকরকে আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার আগে ইডি দফতর থেকে স্বাস্থ্য পরীক্ষার (Health Check Up) জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। তখনই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন শংকর। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন রেশন বন্টন মামলায় কত টাকা লেনদেন করেছেন? উত্তরে শংকর সাফ জানান, আমরা কিছুই জানি না। এক পয়সাও নিইনি। এটা একটা অভিযোগ। এর কোনও প্রমাণ নেই। পাশাপাশি এদিন ফের নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান।

এদিকে স্বাস্থ্য পরীক্ষার পর শনিবার শঙ্করকে আদালতে তোলা হলে তাঁকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর স্ত্রী জ্যোৎস্না আঢ্য। আদালত কক্ষের বাইরে হাউহাউ করে কেঁদে লুটিয়ে পড়লেন তিনি। এদিন আদলতকক্ষ থেকে শঙ্করকে বের করে নিয়ে যাওয়ার সময় কেঁদে মাটিতে লুটিয়ে পড়েন তাঁর স্ত্রী। কার্যত স্বামীর পায়ে কাছে বসে পড়েন। বলতে থাকেন শঙ্করের চেহারা খারাপ হয়ে গিয়েছে। এরপর শঙ্করই নিজের স্ত্রীকে তোলেন। পরে তাঁকে সরিয়ে দেওয়া হয় সেখান থেকে।

গত ৫ জানুয়ারি শঙ্করের বনগাঁর বাড়িতে প্রায় ১৭ ঘণ্টা টানা তল্লাশি চালিয়ে রাতে তাঁকে গ্রেফতার করা হয়। শঙ্করকে নিয়ে যাওয়ার সময়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছিল ইডি। পরে তাঁকে আদালতে হাজির করিয়ে ইডি জানায়, ২০ হাজার কোটি টাকার বিদেশে লেনদেন করেছেন শঙ্কর। রেশন বন্টন মামলার সঙ্গে সেই টাকার যোগ থাকতে পারে বলে ইডির অনুমান। শঙ্কর অবশ্য সে সব অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন।

 

 

 

 

spot_img

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...