Saturday, November 15, 2025

সীতার নাম করো না কেন! তোমরা কি নারীবিরোধী? মোক্ষম প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সভানেত্রী

Date:

Share post:

‘‘আমি রামের বিরুদ্ধ নই। রাম-সীতাকে শ্রদ্ধা করি। কিন্তু তোমরা সীতার নাম করো না কেন! তোমরা কি নারীবিরোধী?‘‘ অযোধ্যায় সীতাবিহীন রামের মূর্তি প্রতিষ্ঠার পরেই মোক্ষম প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সংহতি মিছিলর পরে পার্কসার্কাসের জনসভা মমতা প্রশ্ন তোলেন, সীতার নাম করো না কেন? তোমরা কি নারী বিরোধী?

এদিন, সব ধর্মের মানুষকে নিয়ে সংহতি মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাজরা পার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত সব ধর্মীয় স্থানে শ্রদ্ধা জানান তৃণমূল (TMC) সুপ্রিমো। এরপরেই বলতে উঠে মমতা বলেন, ‘‘আমি রামকে মানি। আমি রামের বিরুদ্ধে নই। রাম-সীতাকে শ্রদ্ধা করি। কিন্তু তোমরা সীতার নাম করো না কেন! তোমরা কি নারীবিরোধী?‘‘ রামমন্দিরে যে মূর্তি স্থাপন হয়েছে, সেখানে রাম-হনুমানের মূর্তি থাকলেও সীতার মূর্তি নেই। সেই প্রসঙ্গ টেনে মমতা বললেন, ‘‘সীতা না থাকলে রাম হয় না। আর কৌশল্যা দেবী না থাকলে, মা না থাকলে রামের জন্ম হয় না। মায়েরাই জন্ম দেয়। ১৪ বছর বনবাসে সীতাই রামের সঙ্গে ছিলেন। আবার তাঁকে নিজেকে প্রমাণ করতে অগ্নিপরীক্ষাও দিতে হয়েছিল। আমরা জানি। আমরা তাই নারীশক্তি দুর্গার পুজো করি। রামও সেই দুর্গার পুজো করেছিলেন রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে।’’  

বাংলার সংস্কৃতিতে নারীর স্থান বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য নারী ক্ষমতায়নের বিষয়ে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড – সবই করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর প্রকল্প দেখে নকল করছে অন্যান্য রাজ্য। কেন্দ্রের সমীক্ষা অনুযায়ী, দেশের মধ্যে নারী সুরক্ষায় সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। আর ডবল ইঞ্জিনের সরকার উত্তরপ্রদেশ, রাজস্থান বা গুজরাটে প্রতিনিয়ত আসে নারী নির্যাতনের খবর। এবার রামমন্দিরকেই হাতিয়ার করে বিজেপির চোখে মহিলাদের স্থান নিয়ে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী।


spot_img

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...