Friday, August 22, 2025

গুরুত্বপূর্ণ আসনে জয়, স্বস্তির মাঝেও দু.শ্চিন্তা পিছু ছাড়ছে না ট্রাম্পের

Date:

Share post:

আমেরিকার প্রেসিডেন্ট (America President) হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান প্রেসিডেন্টের প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছেন তিনি। আর এমন খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তবে কী ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পুনরাবৃত্তি হতে চলেছে ২০২৪ সালেও? অন্যদিকে এই আসনে কোনও প্রচার ছাড়াই জয়লাভ করেছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেনও (Joe Biden)। আর দুজনেই জয়ের ফলে প্রেসিডেন্ট পদে দড়ি টানাটানি খেলায় দুজনের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে।

৫২.৩ শতাংশ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি পেয়েছেন ৪৬.৬ শতাংশ ভোট। প্রাথমিক নির্বাচনের ফল ঘোষণার পরই বেজায় চটেছেন হ্য়ালি। তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি। তবে আমার লড়াই জারি থাকবে। এই দৌড় এখনও শেষ হয়নি। গন্তব্যের এখনও অনেক পথ বাকি রয়েছে। অন্যদিকে, মার্কিন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও নিউ হ্যাম্পশায়ার ডেমোক্রাটিক প্রাইমারি নির্বাচনে জয়ী হয়েছেন। এই আসনে “রাইট-ইন’ প্রার্থী ছিলেন বাইডেন। তিনি প্রচারেও আসেননি, ব্যালটে ভোটও দেননি। তবে ডেমোক্রাট পার্টির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ সামনে এসেছে।

এদিকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই দিকে দিকে জমে উঠছে খেলা। রিপাবলিকান দলের মধ্যে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পদপ্রার্থী কে হবেন, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি আইওয়া প্রদেশের রিপাবলিকান পার্টির প্রাথমিক নির্বাচনেও প্রতিপক্ষকে হারিয়ে বিপুল জয় পেয়েছেন ট্রাম্প। তবে তাঁর বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ থাকায় একের পর এক নির্বাচনে জিতলেও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তিনি অংশ নিতে পারেন কী না সেদিকে কড়া নজর থাকবে।

 

 

 

spot_img

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...