Tuesday, November 11, 2025

গুরুত্বপূর্ণ আসনে জয়, স্বস্তির মাঝেও দু.শ্চিন্তা পিছু ছাড়ছে না ট্রাম্পের

Date:

Share post:

আমেরিকার প্রেসিডেন্ট (America President) হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান প্রেসিডেন্টের প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছেন তিনি। আর এমন খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তবে কী ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পুনরাবৃত্তি হতে চলেছে ২০২৪ সালেও? অন্যদিকে এই আসনে কোনও প্রচার ছাড়াই জয়লাভ করেছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেনও (Joe Biden)। আর দুজনেই জয়ের ফলে প্রেসিডেন্ট পদে দড়ি টানাটানি খেলায় দুজনের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে।

৫২.৩ শতাংশ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি পেয়েছেন ৪৬.৬ শতাংশ ভোট। প্রাথমিক নির্বাচনের ফল ঘোষণার পরই বেজায় চটেছেন হ্য়ালি। তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি। তবে আমার লড়াই জারি থাকবে। এই দৌড় এখনও শেষ হয়নি। গন্তব্যের এখনও অনেক পথ বাকি রয়েছে। অন্যদিকে, মার্কিন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও নিউ হ্যাম্পশায়ার ডেমোক্রাটিক প্রাইমারি নির্বাচনে জয়ী হয়েছেন। এই আসনে “রাইট-ইন’ প্রার্থী ছিলেন বাইডেন। তিনি প্রচারেও আসেননি, ব্যালটে ভোটও দেননি। তবে ডেমোক্রাট পার্টির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ সামনে এসেছে।

এদিকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই দিকে দিকে জমে উঠছে খেলা। রিপাবলিকান দলের মধ্যে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পদপ্রার্থী কে হবেন, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি আইওয়া প্রদেশের রিপাবলিকান পার্টির প্রাথমিক নির্বাচনেও প্রতিপক্ষকে হারিয়ে বিপুল জয় পেয়েছেন ট্রাম্প। তবে তাঁর বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ থাকায় একের পর এক নির্বাচনে জিতলেও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তিনি অংশ নিতে পারেন কী না সেদিকে কড়া নজর থাকবে।

 

 

 

spot_img

Related articles

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...