Thursday, November 13, 2025

মাধ্যমিকের সূচি বদলের মামলা, কী সিদ্ধান্ত আদালতের

Date:

Share post:

হাতে মাত্র আটদিন, ফেব্রুয়ারির দ্বিতীয় দিন থেকেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ (Madhyasiksha Parsad)এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার পরীক্ষার নয়া নির্ঘণ্ট প্রকাশ করে এ বার্তা জানানো হয়। এবার এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল একটি শিক্ষক সংগঠন। বুধবার হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu)এজলাসে দায়ের হয় এই মামলা।

পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে এবছর এর আগে মাধ্যমিক পরীক্ষা সকাল ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে শুরু হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট। এতদিন বেলা ১২টায় এই পরীক্ষা শুরু হলেও এই বছর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন অভিযোগ করে যে পড়ুয়াদের কথা না ভেবে, কারও সঙ্গে কোনও আলোচনা না করে একতরফা ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গ্রাম শহর বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার্থীর সমস্যায় পড়বেন। যেহেতু মাধ্যমিক পরীক্ষা নিজের কেন্দ্রে হয় না তা এই শীতের সকালে তাড়াতাড়ি ট্রেনে বাসে করে অন্য পরীক্ষাকেন্দ্রে যেতে সমস্যা হতে পারে। বিচারপতি বিশ্বজিৎ বসু মামলাটি গ্রহণ করেন। আদালত সূত্রে খবর ছাত্রছাত্রীদের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি। আগামিকাল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

spot_img

Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...