Sunday, November 9, 2025

মমতার দেখানো পথে রাজ্যের ৩৫টি পুজো কমিটিকে অনুদান কেন্দ্রের

Date:

Share post:

মমতার দেখানো পথে লোকসভা ভোটের আগে বাংলায় ধর্মীয় আবেগে শান বিজেপির। এবার কেন্দ্রের তরফে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দিতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। রাজ্য থেকে বাছাই করা ৩৫ টি ক্লাবকে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দিচ্ছে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক। তবে কিসের ভিত্তিতে ক্লাবগুলিকে বাছাই করা হবে তা জানা যায়নি। যদিও লোকসভা ভোটের আগে কেন্দ্রের এই পদক্ষেপের পিছনে রাজনীতির গন্ধ দেখছে সব মহল।

বাংলার ক্লাবগুলিকে যে অনুদান মমতা বন্দ্যোপাধ্যায় দেন বারবার তার সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। তবে লোকসভা ভোটের আগে বাংলার ধর্মীয় আবেগকে হাতিয়ার করতে এবার সেই পথেই হাঁটল মোদি সরকার। শহরের বিজেপি ঘেঁষা এক সামাজিক সংগঠন মারফত অনুদানের টাকা পৌঁছে যাবে ক্লাবগুলির কাছে। আজ, রবিবার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখান থেকেই ৩৫ ক্লাবের হাতে টাকা তুলে দেওয়া হবে। এই তালিকায় কলকাতারও তিনটি নামী পুজো রয়েছে বলে খবর। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রামই দুর্গাপুজো শুরু করেন বাংলায়। অকাল বোধনই আসল বোধন। তাই অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার পর পরই বড় সিদ্ধান্ত।”

কেন্দ্রের এহেন সিদ্ধান্তের সমালোচনা করে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ চক্রবর্তী বলেন, আমরা যে পথে চলি তা প্রথমে ওঁর সমালোচনা করেন। পরে তাদের ওই পথেই চলতে হয়। লক্ষ্মীর ভান্ডার নিয়ে একই কাজ করেছিল বিজেপি। পরে মধ্য প্রদেশের ভোটের সময় চালু করতে হয়েছিল লাডলি বহেনা। এরাজ্যের বহু দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান দেয়। রাজ্য সরকার যখন কোনও সিদ্ধান্ত নেয় তখন সবার কথা ভেবেই নেয়। কিন্তু ওঁরা কিসের ভিত্তিতে ৩৫টি ক্লাব বাছাই করেছেন তা জানি না। ওইসব ক্লাবগুলি শুভেন্দু অধিকারী নাকি সুকান্ত মজুমদার ঠিক করে দিয়েছেন তা দেখতে বলুন। এই বেছে নেওয়ার রাজনীতির মধ্যেই ওদের সঙ্গে আমাদের পার্থক্য।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...