Wednesday, November 5, 2025

রাজনৈতিক প্র.তিহিংসা! নীতীশের ‘পাল্টিবাজি’র পরই ইডি দফতরে হাজিরা লালুর

Date:

Share post:

ফের বিজেপির (BJP) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ! নীতীশ কুমার (Nitish Kumar) শিবির বদল করে এনডিএ-র (NDA) হাত শক্ত করতেই ঘুরে গেল খেলা। নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্ৰহণের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ইডির দফতরে হাজিরা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের (RJD) সুপ্রিমো লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। জমির বিনিময়ে চাকরি মামলায় সোমবার সকালেই তলব করা হয়েছিল লালুকে। সেই সমন মেনেই সোমবার সকালে পাটনায় ইডি দফতরে হাজিরা দিলেন লালু প্রসাদ যাদব। তবে এদিন লালুকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করলেও দফতরের বাইরে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন আরজেডি কর্মী সমর্থকরা।

গত ১৯ জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লালু প্রসাদ যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল ইডি। পাটনায় রাবড়ি দেবীর বাড়িতে গিয়ে সেই সমন দিয়ে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডির তরফে দেওয়া সমনে ২৯ ও ৩০ জানুয়ারি লালু প্রসাদ ও তেজস্বীকে হাজিরা দিতে বলা হয়েছিল। সেইমতোই সোমবার সকালে ইডির দফতরে পৌঁছন লালু। এদিকে একই মামলায় গত শনিবারই দিল্লি কোর্ট লালু প্রসাদের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তাঁর মেয়ে হেমা যাদবকে আগামী ৯ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দিয়েছে।

তবে সব মিলিয়ে নতুন সরকার গঠনের পরই নীতীশকে সামনে রেখে লালু-সহ তাঁর পরিবারের সদস্যদের বড়সড় সমস্যায় ফেলল বিজেপি। এখনও পর্যন্ত এই মামলার কোনো সুরাহা না হলেও বারবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর অভিযোগ ইডির বিরুদ্ধে।

 

 

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...