Saturday, May 3, 2025

সাঁতরাগাছি থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, আজ থেকেই পথে দূরপাল্লার ৫৬ বাস

Date:

Share post:

সাঁতরাগাছি (Santragachi) বাস স্ট্যান্ড (Bus Stand) থেকে ৫৬টি নতুন সরকারি দূরপাল্লা বাসের যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আপাতত এগুলি সাঁতরাগাছি (Santragachi) থেকে চলাচল শুরু করবে। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty) জানিয়েছেন, বুধবার মুখ্যমন্ত্রীর হাত ধরে বাস-ভেসেল এবং অন্যান্য প্রকল্প-সহ মোট ৭৫ নতুন কর্মসূচি শুরু হওয়ার কথা। ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরানোর হাইকোর্টের নির্দেশের পর বেশ কয়েকটি জায়গা বিকল্প বাস স্ট্যান্ড হিসেবে বেছে নিয়েছে রাজ্য। সেই তালিকার প্রথমেই রয়েছে সাঁতরাগাছি।

পরিবহণ মন্ত্রী আরও জানান, রাজ্য সরকার নতুন ২৬৫টি বাস কিনছে। সেই বাসগুলি ধাপে ধাপে পরিবহণ দফতরকে হস্তান্তর করছে। বুধবার পরিবহণ দফতরের ২৫০ কোটি টাকার বিবিধ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সাঁতরাগাছি থেকে এই প্রকল্পগুলির সূচনা করবেন তিনি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম এবং ডব্লিউবিটিসির অধীনে ৫৬টি নতুন ইলেকট্রনিক বাস এদিন রাস্তায় নামবে। এছাড়াও ১৫টি বাস টার্মিনাস, ডিপো ও যাত্রী শেল্টারেরও উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ওই ২৫০ কোটি প্রকল্পের পাশাপাশি এদিনই প্রায় ১০০ কোটি টাকার নয়া জেটি ও জাহাজেরও সূচনা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিনের সরকারি মঞ্চ থেকে পরিবহণ দফতরের আরও ৩০টি নতুন প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। এর মধ্যে রয়েছে গঙ্গার ঘাট ও জেটি সংস্কারের কাজও।

সূত্রের খবর, ৫৬টি নতুন বাসের মধ্যে ৩১টি বাসই উত্তরবঙ্গে যাতায়াত করবে। আপাতত সাঁতরাগাছি স্ট্যান্ড থেকেই চলাচল করবে সেগুলি। পরিবহণমন্ত্রী বলেন, “সাঁতরাগাছিতে নতুন বাস স্ট্যান্ডের পরিকাঠামো তৈরির কাজ চলছে। যত তাড়াতাড়ি সম্ভব তা চালু করা হবে”।

 

 

 

spot_img
spot_img

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...