Thursday, August 21, 2025

সুস্থ আছেন মিঠুন, রবিবার বাড়ি ফেরার সম্ভাবনা: রাজ চক্রবর্তী

Date:

Share post:

শনিবার সকালেই অসুস্থতা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আচমকা অসুস্থতার খবর পেয়ে এদিন সকালে ৯টা নাগাদ মিঠুনকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।

হাসপাতাল সূত্রে জানা যায়, মিঠুন চক্রবর্তী এদিন সকালে হঠাৎ অনুভব করেন যে তাঁর ডান হাতে কিছুটা দুর্বলতা আছে, সেই খবর তাঁর ঘনিষ্ঠ মহলে ছড়িয়ে পড়ে। এরপর কোনওরকম ঝুঁকি না নিয়ে বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতালে নিয়ে আসেন সোহম। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন। আপাতত স্থিতিশীল আছেন তিনি। মাইল্ড স্ট্রোক হয়েছিল তাঁর। এমআরআই করা হয়েছে। এরপর তাঁকে নিউরো আইসিইউতে রাখা হয়। তবে পরবর্তীকালে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে।

মিঠুন চক্রবর্তীকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান তাঁর সহ অভিনেত্রী দেবশ্রী রায়ও। হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন চক্রবর্তীকে কেবিনে স্থানান্তরিত করা হবে বলে জানালেন দেবশ্রী । এরপর মিঠুনকে দেখতে হাসপাতালে যান পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীও।

হাসপাতাল থেকে বেরিয়ে রাজ জানা, ”মিঠুনদার সঙ্গে কথা হল। উনি জানিয়েছেন, সুগার লেভেল বেড়ে গিয়েছিল। তবে কোনরকম ব্রেন স্ট্রোক হয়নি। এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন। সম্ভবত আগামীকাল (রবিবার) তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।”

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...