গলার নলি কেটে এক ব্যবসায়ীকে (Businessman) খুনের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার (Nadia) করিমপুর। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বাড়ি ফেরার পথে এক অন্ধকার গলিতে দুলাল বিশ্বাস (৬২) নামে ওই ব্যবসায়ীর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তবে কেন তাঁকে খুন করা হল, এর পিছনে কী ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত ৮টা নাগাদ করিমপুর থানা এলাকার কানাইখালি বাজার থেকে নিত্যদিনের কাজ সেরে ফিরছিলেন দুলাল। হেঁটেই বাড়ি ফিরছিলেন তিনি। এরপর গোপালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মোড় পেরিয়ে গলির রাস্তা ধরতেই বিপত্তি। গলির রাস্তা অন্ধকার থাকার সুযোগ নিয়ে সেখানেই পিছন থেকে তাঁর উপর আক্রমণ অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। এদিকে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যক্তির নলি কেটে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে করিমপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই থমথমে এলাকা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। তিনি আরও জানান, স্থানীয়দের থেকে খবর নিয়ে জানা গিয়েছে জানা গিয়েছে, কানাইখালি বাজারে দীর্ঘদিন ধরে সুদের কারবার করতেন দুলাল। পাওনা আদায়ের বচসার জেরেই তাঁর উপর হামলা চালানো হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
