Sunday, January 18, 2026

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সফরে রদবদল, আজই বীরভূম যাচ্ছেন মমতা

Date:

Share post:

রাজ্যজুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination) শুরু হয়েছে। তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে নিজের প্রশাসনিক সফরে কিছু বদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার নয় বরং আজ শনিবারই (১৭ ফেব্রুয়ারি ) লালমাটির উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী (CM)। রবিবার সিউড়িতে জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ১৮ তারিখ রাতেই কলকাতা ফিরবেন বলে নবান্ন (Nabanna) সূত্রে জানা যাচ্ছে।

বীরভূমে পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election result in Birbhum) দুর্দান্ত ফল করেছে ঘাসফুল শিবির। তবে, লোকসভা ভোটে জেলার দুটি আসনে দলীয় প্রার্থীর জয় নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না তৃণমূল সুপ্রিমো। এই পরিস্থিতিতে জেলার মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বীরভূমে যাচ্ছেন তিনি। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি শান্তিনিকেতনে বাউল বিতানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দেউচা-পাঁচামির কয়লা উত্তোলন শিল্পের জন্য জমিদাতা ৬০০টি পরিবারের ১ জন করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন তিনি। জেলা প্রশাসন সূত্রের খবর, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বীরভূমের জেলার সদর শহর সিউড়িতে। সিউড়ির চাঁদমারি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে যোগদান করবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হিসেবে উঠে এসেছে দেউচা পাঁচামি। সেখানে কয়লা খনি প্রকল্পের জন্য জমিদাতাদের সরকারি নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের শেষে সিউড়ি থেকেই আকাশপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।

একনজরে সফরসূচি

• শনিবার সন্ধেয় বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর থেকে অন্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।
• অন্ডাল থেকে সড়ক পথে বোলপুর যাবেন।
• রাতে থাকতে পারেন বোলপুরের সার্কিট হাউসে বা রাঙাবিতান পর্যটন কেন্দ্রে।
• পরেরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি তিনি সভা করবেন জেলা সদর সিউড়ির চাঁদমারি মাঠে। জেলার একগুচ্ছ প্রকল্পের শিল্যানাস ও উদ্বোধন শেষে।
• ওই দিনই কপ্টারে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।


spot_img

Related articles

আজ নদিয়া সফরে অভিষেক, রোড শো করবেন কৃষ্ণনগরে

'আবার জিতবে বাংলা কর্মসূচি'তে রবিবার নদিয়া জেলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার বহরমপুরে রোড শো করতে দেখা...

Sunday Feature : সেনাবাহিনীর বন্দুকে নয়, দেশের মানুষকে ‘ইচ্ছা’ দিয়ে জঙ্গিদের থেকে রক্ষা করেছিলেন তিনি

দিনটা হতে পারত ২৩তম জন্মদিনের উৎসবের প্রস্তুতি। হতে পারত নতুন কোনো মডেলিং অ্যাসাইনমেন্টের ঝলমলে আলোয় ফেরা। কিন্তু ১৯৮৬...

‘উড়ন্ত ডাচ জাহাজ’, উৎপল সিনহার কলম

যে জাহাজ কখনও বন্দরে পৌঁছোতে পারে না , চিরকাল নাকি সমুদ্রের বুকে ভেসে বেড়ায়, অভিশপ্ত এক জাহাজ, যাকে...

পরিষেবা বিঘ্নিত হওয়া ইন্ডিগোকে ২২ কোটি টাকা জরিমানা ডিজিসিএ-র!

ডিসেম্বর মাস জুড়ে প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থেকেছে ইন্ডিগো এয়ারলাইন্সের (IndiGo)। একের পর এক উড়ান বাতিল আর কর্মী...