Thursday, May 15, 2025

বাংলায় এসে প্রকল্প নিয়ে ভুয়ো দাবি মোদির! তথ্য দিয়ে ফাঁস করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নির্বাচন এলে বাংলায় ডেলিপ্যাসেঞ্জারি শুরু করেন দিল্লির বিজেপি (BJP) নেতৃত্ব। মার্চের মাসের প্রথম দুদিন রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। জানান, কেন্দ্র না কি প্রকল্পের টাকা দিয়েছে। সোমবার, তমলুকে সরকারি পরিষেবা অনুষ্ঠান ও সভা থেকে তথ্য দিয়ে ফাঁস করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০১৪ থেকে ২৪- কেন্দ্র রাজ্যকে কত টাকা দিয়েছেন তার পরিসংখ্যান তুলে ধরেন মমতা।

মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা (Mamata Banerjee) বলেন, “প্রধানমন্ত্রী বলে গেলেন ৪৭ কোটি টাকা দিয়ে গিয়েছেন। আমরা না কি সব খেয়ে নিয়েছি!” এর পরেই পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, “২০১৪-১৫ থেকে ২০২১-২২ পর্যন্ত রাজ্যকে দিয়েছে ২৯৮৩৪ কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ কোনও টাকা দেয়নি।“ এই অর্থবর্ষে যে ৪৩ লক্ষ বাড়ি তৈরি হয়েছে, তার সবটাই রাজ্যের টাকায় তৈরি বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ১১ লক্ষ বাড়ি তৈরির ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কিন্তু টাকা দেয়নি। এরপরেই ফের মমতা ঘোষণা করেন, মে মাস পর্যন্ত অপেক্ষা করব। কেন্দ্র টাকা না দিলে নিজেদের টাকা দিয়ে ১০ লক্ষ বাড়ি তৈরি করব। শুধু ১০০ দিনের টাকা বা আবাসই নয়, রাস্তার, OBC স্কলারশিপ, সুস্বাস্থ্যকেন্দ্র- সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র।

ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “১২ বছর ধরে দয়া চেয়েছি, আর না। আগামী ২-৩ বছরের মধ্যে আমরাই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব।“ বিজেপি নেতাদের নাম না করেন মমতা বলেন, “দিল্লি থেকে কিছু লোক ভোটের সময় আসে। মানুষ মরে গেলেও পাত্তা পাওয়া যায় না। বিজ্ঞাপন দেয়, ঘর ঘর মে পানি। কিন্তু এই প্রকল্পের জমি, পাইপলাইন, রক্ষণাবেক্ষণ, তাছাড়া ৪০ শতাংশ টাকা রাজ্য সরকারের। মিথ্যে কথা বলে লোককে।“ আগামী এক-দেড় বছরের মধ্যে সবাই পানীয় জল পাবে বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। ১ হাজার ৪০০ কোটি টাকার জল প্রকল্প এবছর শেষ হবে।

এদিনের সভা থেকে ফের CAA নিয়ে তোপ দাগেন মমতা। বলেন, “CAA নিয়ে চিৎকার করছিল। ভোটার তালিকা থেকে জোর করে নাম বাদ দেওয়া হচ্ছিল। আধারকার্ড কাটতে শুরু করেছিল না? ওই জন্যেই। ৫ বছর আগে ফরেনার করে দেবে আপনাদের। তারপর তো নাগরিকত্ব!“




spot_img

Related articles

মঙ্গলে ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি,সুপ্রিম সিদ্ধান্ত আগামী মঙ্গলবার (২০মে)। কেন্দ্রীয় সরকার সংসদের দুই কক্ষে WAQF সংশোধনী...

স্বস্তি আরসিবি শিবিরে, আইপিএলে আসছেন দশ হেজেলউড

অবশেষে স্বস্তি। জশ হেজেলউড(Josh Hazlewood) যোগ দিচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে(RCB)। যদিও কবে তিনি যোগ দেবেন তা নিয়ে এখনও...

কর্নেল কুরেশিকে নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য, বিজেপি মন্ত্রীকে সুপ্রিম-ভর্ৎসনা

অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশিকে (Sophia Qureshi) নিয়ে বিজেপি মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ধর্মান্ধ মন্তব্যের পড়া সমালোচনা করলেন...

কাশ্মীরে ফের উত্তেজনা, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ৩ জইশ জঙ্গি

ভূস্বর্গে ফের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ। ভারতীয় সেনার (Indian Army) গুলিতে ত্রালে ৩ জইশ-ই-মহম্মদের জঙ্গির মৃত্যুর খবর মিলেছে।...