Friday, August 22, 2025

বাংলায় এসে প্রকল্প নিয়ে ভুয়ো দাবি মোদির! তথ্য দিয়ে ফাঁস করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নির্বাচন এলে বাংলায় ডেলিপ্যাসেঞ্জারি শুরু করেন দিল্লির বিজেপি (BJP) নেতৃত্ব। মার্চের মাসের প্রথম দুদিন রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। জানান, কেন্দ্র না কি প্রকল্পের টাকা দিয়েছে। সোমবার, তমলুকে সরকারি পরিষেবা অনুষ্ঠান ও সভা থেকে তথ্য দিয়ে ফাঁস করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০১৪ থেকে ২৪- কেন্দ্র রাজ্যকে কত টাকা দিয়েছেন তার পরিসংখ্যান তুলে ধরেন মমতা।

মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা (Mamata Banerjee) বলেন, “প্রধানমন্ত্রী বলে গেলেন ৪৭ কোটি টাকা দিয়ে গিয়েছেন। আমরা না কি সব খেয়ে নিয়েছি!” এর পরেই পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, “২০১৪-১৫ থেকে ২০২১-২২ পর্যন্ত রাজ্যকে দিয়েছে ২৯৮৩৪ কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ কোনও টাকা দেয়নি।“ এই অর্থবর্ষে যে ৪৩ লক্ষ বাড়ি তৈরি হয়েছে, তার সবটাই রাজ্যের টাকায় তৈরি বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ১১ লক্ষ বাড়ি তৈরির ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কিন্তু টাকা দেয়নি। এরপরেই ফের মমতা ঘোষণা করেন, মে মাস পর্যন্ত অপেক্ষা করব। কেন্দ্র টাকা না দিলে নিজেদের টাকা দিয়ে ১০ লক্ষ বাড়ি তৈরি করব। শুধু ১০০ দিনের টাকা বা আবাসই নয়, রাস্তার, OBC স্কলারশিপ, সুস্বাস্থ্যকেন্দ্র- সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র।

ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “১২ বছর ধরে দয়া চেয়েছি, আর না। আগামী ২-৩ বছরের মধ্যে আমরাই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব।“ বিজেপি নেতাদের নাম না করেন মমতা বলেন, “দিল্লি থেকে কিছু লোক ভোটের সময় আসে। মানুষ মরে গেলেও পাত্তা পাওয়া যায় না। বিজ্ঞাপন দেয়, ঘর ঘর মে পানি। কিন্তু এই প্রকল্পের জমি, পাইপলাইন, রক্ষণাবেক্ষণ, তাছাড়া ৪০ শতাংশ টাকা রাজ্য সরকারের। মিথ্যে কথা বলে লোককে।“ আগামী এক-দেড় বছরের মধ্যে সবাই পানীয় জল পাবে বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। ১ হাজার ৪০০ কোটি টাকার জল প্রকল্প এবছর শেষ হবে।

এদিনের সভা থেকে ফের CAA নিয়ে তোপ দাগেন মমতা। বলেন, “CAA নিয়ে চিৎকার করছিল। ভোটার তালিকা থেকে জোর করে নাম বাদ দেওয়া হচ্ছিল। আধারকার্ড কাটতে শুরু করেছিল না? ওই জন্যেই। ৫ বছর আগে ফরেনার করে দেবে আপনাদের। তারপর তো নাগরিকত্ব!“




spot_img

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...