Sunday, November 2, 2025

সন্দেশখালি নিয়ে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ নয়: সুপ্রিম কোর্ট

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র আধিকারিকদের ওপর সন্দেশখালিতে হামলার ঘটনার তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তবে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে হাইকোর্টের নির্দেশের কিছু অংশ বাদ দিতেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশ ও ইডি – কারো ওপর তদন্তভার না দিয়ে সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। ন্যাজাট থানা ও বনগাঁ থানায় দায়ের হওয়া তিনটি মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সোমবার সেই মামলায় এই মামলায় হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ। তবে সেই সঙ্গে হাইকোর্টের নির্দেশে রাজ্য ও রাজ্য পুলিশ সম্পর্কে যে জটিল মন্তব্য করা হয়েছে তা বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালত জানায় এই ধরনের পর্যবেক্ষণ বাদ দেওয়া যেতে পারে এবং তারপর এগিয়ে যাওয়া যেতে পারে। তাহলে আদালতের কিছু বলার থাকবে না।

তবে সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়ে হাইকোর্টের নির্দেশের কারণে রাজ্য পুলিশের মনোবল ভাঙার প্রতিবাদ করা হয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, “আশা করেছিলাম যারা গ্রেফতার করেছে তারাই তদন্ত করবে। হাইকোর্ট চার্জশিটে কোনও লঘু ধারা দেখলে সমালোচনা করে। তবে এক্ষেত্রে চার্জশিট পেশ, তদন্ত করার সুযোগই দেওয়া হল না। দিনের পর দিন অভিযোগ করা হল – ধরছে না। যখন ধরা হল তখন বলা হল – করছে না। এতে রাজ্য পুলিশের মনোবল ভাঙে। কেন আদালত প্রতিবার একটা এজেন্সিকে স্পুন ফিডিং করে?”

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...