Friday, November 21, 2025

দেশজুড়ে কার্যকর হয়ে গেল মোদি সরকারের চক্রান্তের CAA

Date:

Share post:

১১ মার্চ ২০২৪ দেশ জুড়ে লোকসভা ভোটের আগে চক্রান্তের নাগরিকত্ব আইন লাগু করল বিজেপি সরকার। রাত দশটায় লাগু হওয়ার সম্ভাবনা থাকলেও সন্ধ্যাতেই জারি হয়ে গেল বিজ্ঞপ্তি। এই আইনের আওতায় আসা নাগরিকরা কীভাবে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন সেই বিষয়েও নিয়ম প্রকাশিত হল।

প্রথমবার ক্ষমতায় আসার পরই প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ভারতে আসা অ-মুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দেয় বিজেপি। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির নির্বাচনী ইস্তেহারে প্রাধান্য দেওয়া হয় এই আইন প্রণয়ন। ২০১৯ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসে তিন প্রতিবেশি দেশের অ-মুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার বিল পাশ করে। রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আইনেও পরিণত হয় ২০১৯ সালে। তবে দেশের একাধিক রাজ্য এই আইন কার্যকর করার পথে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাও তার মধ্যে একটি রাজ্য যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এই আইনের বিরোধিতা করে এসেছেন।

একাধিক রাজ্যের প্রতিরোধে ২০১৯ সাল থেকে এই আইন কার্যকর করতে পারেনি কেন্দ্র সরকার। এবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তির সঙ্গে একটি পোর্টাল চালু করা হবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সেখানে আবেদনের মাধ্যমে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। ৩১ ডিসেম্বর ২০১৪ সালের পরে ছয় ধর্মের যারা তিন প্রতিবেশি দেশ থেকে এসেছেন তাদের জন্য প্রযোজ্য এই আইন। সোমবার বিধি নথিবদ্ধ করার ঘোষণার সঙ্গে সঙ্গে জাতীয় রাজধানী দিল্লি সহ একাধিক শহরে সিএএ বিধি প্রয়োগের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে।

ঐতিহাসিকভাবে আইনে পরিণত হওয়ার সাড়ে চার বছর পর কার্যকর হল সংশোধিত নাগরিকত্ব আইন। যার ফলে এই আইনের নাম হল সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৯। আর যে নিয়মগুলি মেনে ভারতের নাগরিকত্ব পেতে হবে তার নাম সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৪। ভারতের সংবিধান অনুযায়ী কোনও রাষ্ট্রপতির সাক্ষর হয়ে আইনে পরিণত হয়ে যাওয়ার ছয়মাসের মধ্যে লাগু করতে হবে। অসাধারণ রাজনৈতিক পরিকল্পনার ফলে অমিত শাহ নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বারবার শুধু দিন বাড়িয়ে গিয়েছেন আইন কার্যকর করার জন্য। আবার নাগরিক হওয়ার আবেদনের গোটা প্রক্রিয়া করা যাবে শুধুমাত্র অনলাইনে, জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

spot_img

Related articles

কাজে গাফিলতি! বেলেঘাটার ৭ বিএলও-কে শোকজ কমিশনের

এস আই আর সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে মারাত্মক গাফিলতি ধরা পড়ায় কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাত জন...

কলকাতা মেট্রোয় ফের বিপত্তি: আত্মহত্যার চেষ্টা নেতাজি ভবন স্টেশনে

ভরদুপুরে ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটে নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেনের...

‘ঝরা শৈশব’: আকাশবাণীর ‘শিশুশ্রী’ অ্যাওয়ার্ডে সম্মানিত এফএম রেনবো-এফএম গোল্ডের অডিও ডকু

পশ্চিমবঙ্গ সরকারের 'শিশুশ্রী' মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হল শিশুর (Child) অধিকার রক্ষা নিয়ে আকাশবাণী এফএম বাংলা বিভাগ অর্থাৎ এফএম...

বিশ্ব শিশু দিবসে নীল আলোয় সেজে উঠল কলকাতার একাধিক ঐতিহ্যবাহী ভবন-সৌধ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে নীল আলোয় আলোকিত হয়ে উঠল কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ভবন ও সৌধ। শহরের বিধানসভা...