নরেন্দ্রপুরে নৃশংসভাবে খুন মাটি ব্যবসায়ী! মৃত্যুর কারণ ঘিরে বাড়ছে রহস্য

যেভাবে তাঁর দেহ ক্ষতবিক্ষত করা হয়েছে তাতে পুরনো কোন শত্রুতা বা আক্রোশের জেরেই এমন কাণ্ড বলে প্রাথমিক অনুমান পুলিশের।

সাত সকালে নরেন্দ্রপুর থানা (Narendrapur Police Station এলাকার রানাভুতিয়ায় চাঞ্চল্য। কালভার্টের ধার থেকে উদ্ধার ক্ষতবিক্ষত এক দেহ। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিতেই, ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার আধিকারিকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বছর পঁয়ত্রিশের মৃত ব্যক্তির নাম রজত দাস (Rajat Das), তিনি মাটি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। যেভাবে তাঁর দেহ ক্ষতবিক্ষত করা হয়েছে তাতে পুরনো কোন শত্রুতা বা আক্রোশের জেরেই এমন কাণ্ড বলে প্রাথমিক অনুমান পুলিশের।

মৃত রজতের পরিবার সূত্রে খবর অন্যান্য দিনের মতো বুধবার সকালেও কাজের জন্য তিনি বেরিয়ে গেছিলেন। একটু বেলা বাড়তেই কালভার্টের ধারে তার মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ,ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।


Previous articleবাবুনের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই, পরিবারবাদে বিশ্বাস করি না: ‘লোভী ভাইকে’ ত্যাগ মমতার
Next articleনিতিন গড়করি কী এবার শিবসেনায়! উদ্ধবকে জবাব নাগপুর সাংসদের