Saturday, August 23, 2025

স্থিতিশীল মুখ্যমন্ত্রী, দ্রুত আরোগ্য কামনায় রাজনৈতিক মহল

Date:

Share post:

বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)দ্রুত নিজের গাড়িতে করে মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করান। শেষ খবর অনুযায়ী আপাতত স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী (CM),তবে কপালে এবং নাকে গুরুতর আঘাত পেয়েছেন। ইতিমধ্যেই তার সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। পাঁচ-ছজন বিশেষজ্ঞকে নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত আরোগ্য কামনা করেছে রাজনৈতিক মহল। সমাজমাধ্যমে ‘মমতা দিদি’র সুস্থতার প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঘাটালে মিটিং চলাকালীন এই খবর পাওয়া মাত্রই বিশালাক্ষী মন্দিরে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় পুজো দিলেন অভিনেতা দেব (Dev)। ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এমকে স্ট্যালিন, অরবিন্দ কেজরিওয়াল, চন্দ্রবাবু নাইডু, অধীর রঞ্জন চৌধুরীরা। মুখ্যমন্ত্রীর সুস্থতার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

এসএসকেএম হাসপাতালের উডবোর্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে রয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে মমতার বাড়ির লোকেরা যেমন পৌঁছেছেন ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রী সহ পুলিশ আধিকারিকরাও উপস্থিত হয়েছেন। আপাতত স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী এবং চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেছেন বলে অসমর্থিত সূত্রের খবর। সন্ধ্যা সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কপালে স্টিচ করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এমআরআই করানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায় টুইট করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান সহ অন্যান্যরা। হাসপাতালে রয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি ,অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, মালা রায়, বীরবাহা হাঁসদা, রাজ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের গোটা পরিবার। রাত নটা কুড়ি মিনিট নাগাদ তাঁকে ওয়ার্ড থেকে বের করে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয়।


spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...