Thursday, November 13, 2025

প্রথমে ‘পাগলা দাশু’ পড়ুন! রাজ্যপালের ভোটের দিন রাস্তায় থাকার ইচ্ছে নিয়ে মোক্ষম খোঁচা কুণালের

Date:

Share post:

সবসময়ই রাজ্যের সঙ্গে একটি সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টায় থাকেল রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। এবার তিনি ঘোষণা করলেন লোকসভা নির্বাচনে তিনি না কি সকাল থেকে রাস্তায় থাকবেন। শনিবার, তাঁর এই মন্তব্যের পরেই আনন্দ বোসকে সুকুমার রায়ের পাগলা দাশু পড়ার পরামর্শ দিয়ে মোক্ষম খোঁচা তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষের (Kunal Bose)। সুষ্ঠু ভোট করাতে উদ্যোগী হলে, কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে পরিচালনা করুন-বার্তা কুণালের।

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টা আগেই রাজ্যপাল আনন্দ বোস (CV Anand Bose) এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “লোকসভা নির্বাচনের প্রথম পর্ব থেকে ভোটের ময়দানে থাকবে। সকলের ঘুম ভাঙার আগেই রাস্তায় নামব। ভ্রাম্যমাণ রাজভবন বা জন রাজভবন হিসেবে থাকব। মানুষের সবসময় কাছে পাবেন। মানুষের রক্ত দিয়ে রাজনীতির হোলি খেলা বরদাস্ত নয়।”

আনন্দ বোসের এই মন্তব্যের পরেই তাঁকে ধুয়ে দিলেন কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে রাজ্যপালকে ‘পাগলা দাশু’ টাইপের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন কুণাল। তাঁর কথায়, রাজ্যপাল অত্যন্ত শিক্ষিত-গুণী মানুষ। তাঁকে অনুরোধ করব সুকুমার রায়ের ‘পাগলা দাশু’টা প্রথমে পড়ুন। এর পরেই তৃণমূল নেতা বলেন, পারলে রাজ্যপাল ওই দিন বাড়ি থাকুন। আর যদি বিজেপি, সিপিএম গোলমাল বাঁধানোর চেষ্টা করে, তৃণমূল সেই ফাঁদে পা দেবে না। এর পরেই তীব্র আক্রমণ করেন কুণাল বলেন, গত বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়। কিন্তু একটাই ঘটনা ঘটেছিল শীতলকুচিতে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে অনেকের মৃত্যু হয়েছে। সুতরাং এবার রাজ্যপাল লক্ষ্য রাখুন কেন্দ্রীয় বাহিনী যেন বিজেপির ক্যাডারের মতো আচরণ না করে। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা না করে। তৃণমূল নেতার কথায় রাজ্যপালের যদি সত্যিই সুষ্ঠু নির্বাচন করারনোর ইচ্ছে থাকে, তাহলে তিনি নির্বাচন কমিশমনের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় বাহিনী যেন বিজেপির ক্যাডারের মতো ভোটে কাজ না করে সেদিকে নজর রাখুন।




spot_img

Related articles

ষড়যন্ত্রের আঁতুরঘর আল-ফালাহ ইউনিভার্সিটি? রুম নম্বর ১৩!

দেশের নজর এখন আল-ফালাহ ইউনিভার্সিটি। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পরে চর্চার শিরোনামে এই বিশ্ববিদ্যালয় (University)। তদন্তকারীদের নজরেও রয়েছে...

নভেম্বরেই চার বিশেষ দিন! গোয়েন্দা গাফিলতিতে দেশের চার শহর বিপদে

মাত্র সাত মাস। তার মধ্যে দেশের দ্বিতীয় জঙ্গি হামলা। বুক ফুলিয়ে অপারেশন সিঁদুরের প্রচার চালানো বিজেপি নেতাদের নাকের...

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...