Friday, January 16, 2026

প্রথমে ‘পাগলা দাশু’ পড়ুন! রাজ্যপালের ভোটের দিন রাস্তায় থাকার ইচ্ছে নিয়ে মোক্ষম খোঁচা কুণালের

Date:

Share post:

সবসময়ই রাজ্যের সঙ্গে একটি সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টায় থাকেল রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। এবার তিনি ঘোষণা করলেন লোকসভা নির্বাচনে তিনি না কি সকাল থেকে রাস্তায় থাকবেন। শনিবার, তাঁর এই মন্তব্যের পরেই আনন্দ বোসকে সুকুমার রায়ের পাগলা দাশু পড়ার পরামর্শ দিয়ে মোক্ষম খোঁচা তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষের (Kunal Bose)। সুষ্ঠু ভোট করাতে উদ্যোগী হলে, কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে পরিচালনা করুন-বার্তা কুণালের।

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টা আগেই রাজ্যপাল আনন্দ বোস (CV Anand Bose) এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “লোকসভা নির্বাচনের প্রথম পর্ব থেকে ভোটের ময়দানে থাকবে। সকলের ঘুম ভাঙার আগেই রাস্তায় নামব। ভ্রাম্যমাণ রাজভবন বা জন রাজভবন হিসেবে থাকব। মানুষের সবসময় কাছে পাবেন। মানুষের রক্ত দিয়ে রাজনীতির হোলি খেলা বরদাস্ত নয়।”

আনন্দ বোসের এই মন্তব্যের পরেই তাঁকে ধুয়ে দিলেন কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে রাজ্যপালকে ‘পাগলা দাশু’ টাইপের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন কুণাল। তাঁর কথায়, রাজ্যপাল অত্যন্ত শিক্ষিত-গুণী মানুষ। তাঁকে অনুরোধ করব সুকুমার রায়ের ‘পাগলা দাশু’টা প্রথমে পড়ুন। এর পরেই তৃণমূল নেতা বলেন, পারলে রাজ্যপাল ওই দিন বাড়ি থাকুন। আর যদি বিজেপি, সিপিএম গোলমাল বাঁধানোর চেষ্টা করে, তৃণমূল সেই ফাঁদে পা দেবে না। এর পরেই তীব্র আক্রমণ করেন কুণাল বলেন, গত বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়। কিন্তু একটাই ঘটনা ঘটেছিল শীতলকুচিতে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে অনেকের মৃত্যু হয়েছে। সুতরাং এবার রাজ্যপাল লক্ষ্য রাখুন কেন্দ্রীয় বাহিনী যেন বিজেপির ক্যাডারের মতো আচরণ না করে। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা না করে। তৃণমূল নেতার কথায় রাজ্যপালের যদি সত্যিই সুষ্ঠু নির্বাচন করারনোর ইচ্ছে থাকে, তাহলে তিনি নির্বাচন কমিশমনের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় বাহিনী যেন বিজেপির ক্যাডারের মতো ভোটে কাজ না করে সেদিকে নজর রাখুন।




spot_img

Related articles

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...

বেলডাঙায় আক্রান্ত সাংবাদিক সোমা: স্থানীয় তৃণমূল নেতৃত্বকে পাশে থাকার নির্দেশ অভিষেকের, নিন্দা-বিবৃতি প্রেস ক্লাবের

বেলডাঙায় (Beldanga) খবর সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার জি২৪ ঘণ্টা-র (Zee 24 Ghanta) সাংবাদিক সোমা মাইতি (Soma Maity)।...

স্মৃতিমেদুর ব্রাত্য-সুবোধ: বাংলা আকাদেমিতে প্রকাশিত নাট্যকার ও কবির তিন বই

সম্প্রতি নন্দন প্রাঙ্গনে শেষ হয়েছে লিটল ম্যাগাজিন মেলা। সামনেই অপেক্ষা করছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রযুক্তির উদ্ভাবন যে আজও...

সাতদিনেই কাজ: অভিষেকের প্রতিশ্রুতি মতো শালতোড়ায় পাথর খাদান খোলার প্রক্রিয়া শুরু

প্রতিশ্রুতি দিয়েছিলেন ১৮টি পাথর খাদান খোলার জন্য মুখ্যমন্ত্রী থেকে দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। দ্রুত সেগুলি খুলে ২৫...