Monday, August 25, 2025

লোকসভা নির্বাচন ২০২৪: কলকাতা উত্তরের চার বিধানসভা কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা কমিশনের

Date:

Share post:

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের চার বিধানসভাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করল নির্বাচন কমিশন। পাশাপাশি প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের দিন গোটা কলকাতা শহরে জারি হবে ১৪৪ ধারা। উত্তর কলকাতার চৌরঙ্গী, এন্টালি, জোড়াসাঁকো ও শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা নির্বাচনী আধিকারিক কলকাতা উত্তরের দায়িত্বে থাকা সুভাঞ্জন দাস বলেন, আদর্শ আচরণ বিধি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। কলকাতা উত্তর লোকসভায় সাতটি বিধানসভা কেন্দ্রে ৫৭৭ টি পোলিং স্টেশন রয়েছে। ২০২৩ সালে মোট ৪১ হাজার ৮৮৮টি ভোটার নাম বাতিল হয়েছে। ফর্ম ১২ ডি থাকছে ৮৫ বছরের মধ্যে যে ভোটাররা আছেন, তারা যাতে ভোট দিতে পারেন তার জন্য।

কলকাতা উত্তরে মডেল পোলিং স্টেশন হচ্ছে। এর পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের জন্য থাকতে টয়লেট। প্রার্থী পিছু প্রচারের জন্য খরচ করার পরিমাণ ৯৫ লাখ টাকা পর্যন্ত সীমাবদ্ধ। ভিডিও সার্ভেলেন্স টিম এবং একটি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থাকছে। ভোটারদের হেল্পলাইন নম্বর হল ১৯৫০। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত খবর পাওয়া যাবে। যেকোনো তথ্য জানতে ইলেকশন কলকাতা নর্থ ডটকমে ভিজিট করা যাবে। ইতিমধ্যে ARO স্তরে ৬৪ টি মিটিং এবং DRO স্তরে দশটি মিটিং হয়েছে।

উত্তর কলকাতার জন্য প্রথমে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে পরে দফায় দফায় আরো পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। মোট আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে কলকাতা উত্তর এলাকায় মোতায়েন রয়েছে ।নির্বাচনের দিন ঘোষণার পর সোমবার প্রথমবার বিকেল সাড়ে তিনটের সময় সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসবে কমিশন। নির্বাচনের দিন গোটা কলকাতা শহরে ১৪৪ ধারা বলবৎ লাগবে পুলিশ। আইনশৃঙ্খলা জনিত বাকি তথ্য পরবর্তীকালে জানানো হবে বলে, রবিবার সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচনী আধিকারিক সুভাঞ্জন দাস জানান।

আরও পড়ুন- নজরে লোকসভা নির্বাচন, নতুন পোর্টাল চালু করল রাজভবন

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...