Wednesday, November 12, 2025

মধ্যরাতে কলকাতায় ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল! মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা, জোরকদমে চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

মধ্যরাতে শহরে ভয়াবহ দুর্ঘটনা! কলকাতা পুরসভার (KMC) ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেনরিচের (Garden Reach) মোল্লাবাগান এলাকায় ৫১৩/৩ ব্যানার্জি পাড়া লেনে রবিবার মধ্যরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতল। বহুতলের আশপাশে ছিল প্রচুর ঝুপড়ি। বহুতল সেগুলির উপরই ভেঙে পড়ে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত ২জনই মহিলা (Women) বলে জানা গিয়েছে। মৃতদের নাম সামা বেগম (৪৭) এবং হাসিনা খাতুন (৫৫)। আহত কমপক্ষে ১৫। তবে দুর্ঘটনায় মৃত এবং আহতর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। শেষ পাওয়া খবরে ধবংসস্তুপের তলায় ৫ থেকে ৬ জন এখনও আটকে আছেন।

এদিকে খবর পেয়েই তড়িঘড়ি রাতে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলও। ভগ্নস্তূপের মধ্যে থেকেই চলে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে পাঁচ জনকে গুরুতর অবস্থায় এসএসকেএমের ট্রমা কেয়ারে ভর্তি করানো হয়েছে।

সূত্রের খবর রবিবার রাত ১২ টার কিছু সময় আগে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে ঘটে বিপত্তি। পুলিশ সূত্রের খবর,  স্থানীয় সূত্রে খবর, বাড়িটি নির্মীয়মাণ হওয়ায় সেখানে কেউ ছিলেন না। কিন্তু পাশের যে ঝুপড়িতে বহুতলটি ভেঙে পড়ে সেখানেই বহু মানুষ আহত হয়েছেন। রাত থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। এদিকে রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ উচ্চপদস্থ কর্তারা। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে বহুতলটি যখন ভেঙে পড়ে তখন এলাকাবাসীরা বিকট শব্দ শুনতে পান, ভূমিকম্পের মতো অনুভূত হয়। নিমেষের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ।

 

spot_img

Related articles

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...

মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, আজ মমতাকে ডি’লিট উপাধি জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন এবং প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডি’লিট উপাধি দিচ্ছে...

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...