Thursday, August 21, 2025

লোকসভা ভোটের আগে মাত্র ৮৫ টাকায় মিলছে মতুয়া নাগরিকত্ব কার্ড!

Date:

Share post:

সম্প্রতি দেশজুড়ে সিএএ লাগু করেছে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের দাবি, ভোটের জন্যই সিএএ তাস খেলছেন মোদি-অমিত শাহ। এ রাজ্যে মতুয়াদের উপর যার ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বাংলার তিন থেকে চারটি এমন কেন্দ্র আছে যেখানে মতুয়া ভোট বড় ফ্যাক্টর হতে চলেছে। তবে সিএএ নিয়ে একটি নেতিবাচক প্রভাবও পড়েছে মতুয়াদের মধ্যে। যা বিজেপির জন্য বুমেরাং হতে পারে।

এরই মধ্যে মাত্র ৮৫ টাকার বিনিময়ে মিলছে মতুয়া মহাসঙ্ঘের সদস্যপদ। সেই কার্ড থাকলেই নাকি নাগরিকত্বের জন্য তা যথেষ্ট! সিএএ’র নিয়মবিধি যাই থাকুক না কেন, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্বাক্ষরিত ওই কার্ড থাকলেই নাকি ভারতীয় নাগরিকত্ব পাবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ! গেরুয়া শিবিরের এই প্রচারে গোটা বনগাঁ মহকুমা তো বটেই, বারাকপুর, বারাসত এমনকী পাশের নদীয়া জেলার কল্যাণী ও রানাঘাট মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ ঠাকুরনগরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে লাইন দিচ্ছেন মতুয়া কার্ড করাতে।

জানা গিয়েছে, বাংলাদেশ থেকে আসা লোকজন, যাঁদের কাছে কোনও নথি নেই, মূলত তাঁরাই এই কার্ডের জন্য ভিড় করছেন। অন্যদিকে, ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টালের সেভাবে আগ্রহ নেই কারও।

নাগরিকত্বের ‘টোপ’ দিয়ে অর্থের বিনিময়ে এহেন কার্ড বিলির প্রক্রিয়াকে নির্বাচনী আদর্শ আচরণ বিধির পরিপন্থী বলে অভিযোগ করছে তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়া সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানানো হচ্ছে বলে জানিয়েছেন মমতাবালা।

আরও পড়ুন- রামদেবকে মিথ্যা বিজ্ঞাপন মামলায় তলব সুপ্রিম কোর্টের

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...