Wednesday, August 20, 2025

বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের হাসপাতালের বিল মেটালেন গাড়িচালক! 

Date:

Share post:

টলিপাড়া থেকেই খবরটা ছড়িয়ে পড়েছিল। বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (veteran actress Basanti Chatterjee) হাসপাতালে শয্যাশায়ী। মাসখানেকের উপর আইসিইউতে (ICU)চিকিৎসাধীন ছিলেন তিনি। মাঝে অবস্থার এতটাই অবনতি হয় যে কোমায় চলে গেছিলেন অভিনেত্রী। যদিও আপাতত সেই অবস্থা কিছুটা সামাল দেওয়া গেছে। কিন্তু বাসন্তী দেবীর এমন কঠিন সময়ে পাশে নেই তাঁর পরিবার, হাসপাতালের বিল মেটালেন গাড়ির চালক!

শুনতে হয়তো একটু অবাক লাগে কিন্তু এটাই সত্যি। আসলে বিপদের দিনেই মানুষ আপন আর পরের মধ্যে তফাৎটা বুঝতে পারে। বাসন্তী চট্টোপাধ্যায়ের অবস্থাও ঠিক সেই রকম। টেলিভিশন জগতের সব ধরনের চরিত্রে যিনি অনায়াসে নিজেকে মানিয়ে নিতে পারেন, সকলে যাঁকে মাথায় তুলে রাখে, তাঁর শারীরিক অবস্থার গুরুতর অবনতিতে পাশে নেই নিজের পরিবার। চমকে ওঠার মতো বিষয় এই যে, এক কন্যা এক পুত্র থাকা সত্ত্বেও, বাসন্তী দেবীকে ফিক্স ডিপোজ়িট ভেঙে, লোকের কাছে পয়সা ধার করে হাসপাতালের বিল মেটাতে হয়েছে। অদৃষ্টের পরিহাস বোধহয় এতটাই নির্মম হয়। অভিনেত্রীর ড্রাইভারের নাম মলয় চাকি (Malay Chaki)। তিনি জানান, সরস্বতী পুজোর আগে কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাসন্তী দেবী। বিল হয়েছিল প্রায় ২ লাখ টাকা। অভিনেত্রীর সারথি মলয়বাবুর বন্ধুবান্ধবদের থেকে ধার বিল মিটিয়ে ছিলেন। অভিনেত্রী অবশ্য বাড়ি ফেরার পরই তাঁর চালককে সব টাকা দিয়েছেন। কিন্তু বিপদের দিনে পরিবার পাশে না থাকার আক্ষেপ যাইনি। বাসন্তী দেবীর কিডনির অবস্থা ভালো নয়। বার্ধক্যজনিত সমস্যার সঙ্গে একটা কিডনি খারাপ হয়ে যাওয়ায় মার্চ মাসের ১৩ তারিখ ফের তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। মলয় জানান, প্রথমবার হাসপাতালে ভর্তি হওয়ার সময় বাড়ি থেকে অভিনেত্রীর একমাত্র জামাই একদিন দেখা করতে এসেছিলেন। ছেলে-বউমাও ভিজিটিং আওয়ার্সে দেখা করে কর্তব্য সেরেছেন। ব্যাস ওইটুকুই। বাসন্তী দেবী দমদমের বাড়িতে একাই থাকেন, সঙ্গী বলতে শুধু পরিচারিকা। অভিনেত্রী মলয়কে নিজের ছেলের মতোই স্নেহ করেন। তাই ড্রাইভার যথার্থ সন্তানের মতো কাজ করেছেন। সূত্রের খবর, সংকটজনক পরিস্থিতি কাটিয়ে উঠলেও পুরোপুরি বিপদমুক্ত নন বাসন্তী চট্টোপাধ্যায়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে টলিপাড়া।

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...