মমতা শঙ্করের পাশে রূপা, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গেরুয়া নেত্রী

‘বুকে শাড়ির আঁচল’-এর মতো শব্দবন্ধ নিয়ে উত্তাল নেটপাড়া, সৌজন্যে মমতা শঙ্করের একটি সাক্ষাৎকার।

মমতা শঙ্করের (Mamata Shankar)পাশে দাঁড়ালেন পদ্ম শিবিরের নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। টলিপাড়ার বর্ষীয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পীর বিতর্কিত ‘শাড়ি’ মন্তব্যে এবার বিজেপির(BJP ) বিরোধিতা করতে দেখা গেল রূপাকে। ‘বুকে শাড়ির আঁচল’-এর মতো শব্দবন্ধ নিয়ে উত্তাল নেটপাড়া, সৌজন্যে মমতা শঙ্করের একটি সাক্ষাৎকার। টলিউডের অনেকেই নিশানা করেছেন বর্ষীয়ান নৃত্যশিল্পীকে ,অনেকে আবার তাঁর পাশেও দাঁড়িয়েছেন। তবে রূপা গঙ্গোপাধ্যায়ের নিশানায় বিনোদন জগৎ নয় বরং রয়েছেন পদ্মশিবির-ঘনিষ্ঠ নেটপ্রভাবী রাখি মিত্র (Rakhi Mitra)।

নতুন প্রজন্মের নারীদের সাজ প্রসঙ্গে ‘শাড়ির আঁচল’ বিতর্ক তৈরি হয় মমতা শঙ্করের কথায়। অনেকেই কোণঠাসা করেছেন তাঁকে। কিন্তু রূপা গঙ্গোপাধ্যায় সমর্থন করেছেন ‘মমদি’কে। বিজেপি ঘনিষ্ঠ রাখি মিত্র মমতা শঙ্করের বিরোধিতা করে কী বলেছেন সেই কথার উল্লেখ না করে, শনিবার রাতে ফেসুবক লাইভে এসে রূপা পদ্ম শিবিরের আরেক নেত্রীকে নিশানা করে বলেন, ‘‘রাজনীতির মোড়কে বেঁচে থাকে। অসভ্য, অশিক্ষিত, অপদার্থ মহিলা যাঁর নিজের জীবনে কিচ্ছু হয়নি, সে বলবে মমতা শঙ্করের বক্তব্যের সমালোচনা করে। মমতা শঙ্করের নখের যোগ্য নয়। হতে গেলে চার জন্ম লেগে যাবে। মমদি বিজেপির পিছন ধরে পৃথিবী বিখ্যাত মহিলা হননি। চারটে পার্টির পতাকা নিয়ে বেকার কথা বলছেন অসভ্য মহিলা।” পাশাপাশি রূপা গঙ্গোপাধ্যায়ের দাবি যে মমতা শঙ্কর সম্পর্কে নিয়ে কথা বলার মতো যোগ্যতা পশ্চিমবঙ্গের কটা মানুষের রয়েছে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। তাঁর কথায় চারটে রিল বানিয়ে পয়সা রোজগারের জন্য এই সব কিছু করা হচ্ছে। এমনকি রাখি মিত্রের মন্তব্যকে কার্যত দুঃসাহসিক আস্পর্ধা বলে আক্রমণ করেছেন রূপা। যদিও এই নিয়ে মমতা শঙ্কর কিংবা রাখি মিত্র কেউই কোনও প্রতিক্রিয়া দেননি।