Wednesday, November 12, 2025

চা-সিঙাড়া থেকে মাংস-ভাত, বিরিয়ানি, ভোট প্রচারে খাবারের দর বাঁধল নির্বাচনী দফতর

Date:

Share post:

এবার লোকসভা ভোট প্রচারে প্রার্থীদের খরচের ঊর্ধ্বসীমা অনেকটাই বাড়িয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আবার প্রচারের সময় প্রার্থীর খাবার, গাড়ি সহ বিভিন্ন খাতে খরচের তালিকা তৈরি করে দিচ্ছে জেলা নির্বাচনী দফতর। যেমন পাঞ্জাবের জলন্ধরে একজন প্রার্থী প্রচারে এক কাপ চায়ের সঙ্গে এক পিস সিঙাড়া জন্য ১৫ টাকা খরচ করতে পারবেন।রাজ্য ও জেলাভিত্তিক এই হিসেবেটা পাল্টে যাচ্ছে। কোথাও কম, কোথাও বেশি।

হিংসার মণিপুরের থৌবাল জেলায় চা, কফি, কচুরি, খেজুর ও গজার দাম ১০ টাকা ধার্য করা হয়েছে। আবার টেংনৌপাল জেলায় লাল চায়ের দাম ৫ টাকা ও দুধ চায়ের দাম ১০ টাকা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া সেখানে হাঁস ও মুরগির মাংসের দাম ৩০০ টাকা ও ৪০০ টাকা বেঁধে দেওয়া হয়েছে। আবার চেন্নাইয়ে চা ও কফির দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ১৫ টাকা ও ২০ টাকা। সেখানে প্রার্থীরা প্রচারে কাউকে চিকেন বিরিয়ানি খাওয়াতে চাইলে ১৫০ টাকার বেশি খরচ করতে পারবেন না। একইভাবে উত্তর ভারতে ভেজ থালি, কচুরি বা জিলিপির দামও বেঁধে দেওয়া হয়েছে।প্রার্থীরা বেঁধে দেওয়া দামের মধ্যেই খরচ করছেন কি না, তার দিকেও নজর রাখা হচ্ছে। আর এই বেঁধে দেওয়া খরচের তালিকা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। অনেকে বলছেন, বিভিন্ন খাবারের যে দাম বেঁধে দেওয়া হয়েছে, তার সঙ্গে বর্তমান মূল্যবৃদ্ধির সাযুজ্য নেই।

উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এবার লোকসভা নির্বাচনের প্রার্থীরা প্রচারের জন্য ৯৫ লক্ষ টাকা খরচ করতে পারবেন। তবে অরুণাচল প্রদেশ, গোয়া, সিকিম ও কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই উর্ধ্বসীমা ৭৫ লক্ষ টাকা। বিভিন্ন জেলা নির্বাচনী দফতরের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রচারের জন্য ফ্লেক্স, হোর্ডিং বা পতাকার পাশাপাশি বিভিন্ন মডেলের গাড়ি ও বাসের ভাড়া, হেলিপ্যাড তৈরির খরচ, কুলার, সোফা এমনকী বিভিন্ন ধরনের ফুলের দামও বেঁধে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বেশি নজর কাড়ছে খাবারের দাম।

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...