বৌবাজারে বিপত্তি, ভেঙে পড়ল পুরনো বাড়ির (Building collapses in Bowbazar) একাংশ। এদিন সকালে বৌবাজারের রাম কানাই অধিকারী লেনের একটি বাড়ি ভেঙে পড়ার সময় পাশের পুরনো বাড়ির দেওয়াল এবং ঘর ভেঙে পড়ে। স্থানীয়রা প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। তাঁদের অভিযোগ নিয়ম না মেনে বাড়ির পাশে বাড়ি তৈরি হওয়া এবং ভেঙে ফেলার খেসারত দিতে হচ্ছে বাসিন্দাদের।

এলাকাবাসীরা জানিয়েছেন, পুরনো ওই বাড়ির পাশেই আরেকটি বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই বাড়ির কাজ চলাকালীন মিস্ত্রিরা তাঁদের বাড়ির দেওয়ালে আঘাত করেন। তাতেই দেওয়াল সমেত ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভেঙে পড়া ওই বাড়ির বাসিন্দা জানিয়েছেন, ঘটনাটি যখন ঘটে তখন তিনি রান্না করছিলেন। আচমকাই কেঁপে ওঠে গোটা বাড়ি। ওই মহিলাই বলেন, তিনি এই ঘটনার কিছুক্ষণ আগেই তিনি মিস্ত্রিদের বাড়ির দেওয়াল নিয়ে সতর্ক করেছিলেন। তারপরেই এই দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর।
