ওড়িশার তালচেরে কানিহা (Kaniha) তাপবিদ্যুৎ কেন্দ্রে শনিবার সকালে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন নম্বর ইউনিটে সকালে আগুন লাগার ঘটনার পর থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় ওই ইউনিট। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

ওড়িশার আঙ্গুল জেলার কানিহা তাপবিদ্যুৎ (power plant) কেন্দ্রটি এনটিপিসি (NTPC)-র নিয়ন্ত্রণাধীন। এনটিপিসি সূত্র জানিয়েছে তিন নম্বর ইউনিটের কয়লা বহনকারী কনভেয়ার বেল্টে (conveyer belt) প্রাথমিকভাবে আগুন লাগে। সেই আগুন গোটা ইউনিটে ছড়িয়ে পড়ে। চলন্ত বেল্ট থেকে জ্বলন্ত কয়লা আগুন বাড়তে আরও বেশি অনুঘটকের কাজ করে। আঙ্গুল দমকল বিভাগ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
