Saturday, August 23, 2025

মর্মান্তিক, ২০ বছর দেখভাল করা মাহুতকে পিষে মারল ‘লক্ষ্মীপ্রিয়া’!

Date:

Share post:

দীর্ঘদিনের বন্ধুত্বের পরিণতি যে এমন হবে তা ভাবেননি কখনও। অথচ প্রায় ২০ বছরের বন্ধু হাতিই পিষে মারল তার মাহুতকে। মায়াপুর ইস্কনের ওই মাহুতের মৃত্যুতে শোকের ছায়া। গুরুতর আহত আরও এক মাহুত। ইস্কন সূত্রে জানা গিয়েছে, অসমের কামরূপের বাসিন্দা ছিলেন ওই মৃত মাহুত সমুদ্র রাভা।
ইস্কন কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষ্ণুপ্রিয়া ও লক্ষ্মীপ্রিয়া নামে দুটি হাতি রয়েছে ইস্কন মন্দির চত্বরে। ৩০ বছর বয়সী এই হাতি দুটির প্রায় ২০ বছর ধরে দেখভাল করছেন তাদের মাহুতরা। স্বভাবতই শান্ত বলেই পরিচিত বিষ্ণুপ্রিয়া ও লক্ষ্মীপ্রিয়া। “মায়াপুরের বিভিন্ন শোভাযাত্রায় এই দুটি হাতি অংশগ্রহণ করে থাকে। কখনই কোনওদিনই গোলমাল করেনি”, বলে জানান মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্যান্য দিনের মত শনিবারও সন্ধ্যাবেলায় দুই হাতিকে ঘুরতে নিয়ে যান তাদের দীর্ঘদিনের বন্ধু দুই মাহুত। ফিরে এসে প্রতিদিনের মতো তাদের খেতে দিতে যান দুই মাহুত। তখনই ঘটে দুর্ঘটনা। হঠাৎই রেগে যায় লক্ষ্মীপ্রিয়া। সে মাহুত সমুদ্র রাভাকে আক্রমণ করে বসে। মৃত্যু হয় সমুদ্রর। গুরুতর আহত অবস্থায় হাসপাতলে চিকিৎসাধীন অন্য মাহুত।
লক্ষ্মীপ্রিয়ার হঠাৎ রেগে যাওয়ার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।“এটা খুবই দুঃখজনক ঘটনা, আমরা মর্মাহত” বলে জানিয়েছেন মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস। চিকিৎসকরা বোঝার চেষ্টা করছেন, হাতির এমন আচরণের আসল কারণ।






spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...