Thursday, August 28, 2025

প্রথম দফা ভোটে একগুচ্ছ নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের! আজ দিনভর বৈঠক

Date:

Share post:

আগামী ১৯ এপ্রিল দেশজুড়ে প্রথম দফার ভোট গ্রহণ। এই পর্বে বাংলার তিনটি আসন সহ গোটা দেশে ১০২টি কেন্দ্রে নির্বাচন। প্রথম দফায় এই ১০২টি কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচনের সর্বিক প্রস্তুতি খতিয়ে দেখে একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন।

পর্যবেক্ষকদের উদ্দেশে কমিশনের কড়া নির্দেশ, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সর্বক্ষণ তাদের সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সেইসঙ্গে কমিশন পর্যবেক্ষকদের জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে বুথে বুথে ইভিএম পৌঁছনোর গোটা প্রক্রিয়ায় তাঁদের সক্রিয় নজরদারি রাখতে হবে। সংশ্লিষ্ট জেলার তরফে স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ হয়ে যাওয়ার পর তা বাস্তব পরিস্থিতির সঙ্গে যাচাই করতে হবে। সমস্ত অভিযোগের নিষ্পত্তি করতে হবে দ্রুততার সঙ্গে।

এদিক, প্রথম দফা নির্বাচন মিটতেই রাজ্যে আসছে আরও প্রায় ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সম্ভবত ২২ এপ্রিল তারা রাজ্যে আসবে বলে খবর। অন্যদিকে, ভোটের দিন বাহিনীর ব্যবহার নিয়ে ফের কড়া বার্তা দিয়েছে কমিশন। ভোটের দিন কোনওভাবেই বাহিনীকে বসিয়ে রাখা চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন। প্রথম দফা নির্বাচনের আগেই রাজ্যে মজুত থাকবে ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার সঙ্গে আরও প্রায় ২০-২৫ কোম্পানি রাজ্যে চলে এলে দ্বিতীয় দফার আগে রাজ্যে বাহিনীর সংখ্যা দাঁড়াবে ৩০০ কোম্পানি। ফলে দ্বিতীয় দফায় অনেক বেশি সংখ্যক বাহিনী মোতায়েন রেখে ভোট গ্রহণ সম্ভব হবে বলে মনে করছেন কমিশন কর্তারা। অন্যদিকে, প্রথম দফা নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্ব নিয়ে আজ, শনিবার দিনভর বৈঠক হবে বলে জানা গিয়েছে।

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...