ইজরায়েল-ইরান যুদ্ধে ‘বন্দি’ ১৭ ভারতীয় নাবিক, আমেরিকাকে উত্তর?

পর্তুগালের পতাকাবাহী জাহাজে হেলিকপ্টার থেকে সেনা নামায় ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)। জাহাজটির মালিক ইজরেলীয়

ইজরায়েল নিয়ে আমেরিকার বিবৃতি প্রকাশের পরেই পারস্য উপসাগর (Persian Gulf) দখলের শক্তি প্রদর্শন শুরু ইরানের। আমেরিকার সঙ্গে মধ্যপ্রাচ্যের দ্বন্দ্বে এবার ভোগান্তিতে ভারতের নাবিকরা। পারস্য উপসাগরে পর্তুগীজ (Portuguese) পতাকাবাহী একটি মালবাহী জাহাজ আটক করল ইরানের সেনা। সেই জাহাজে অবরুদ্ধ হয়ে পড়ল ১৭ ভারতীয় নাবিক। ইরানের (Iran) উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আমেরিকাকে প্রত্যুত্তর দেওয়া শুরু মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশের।

পারস্য উপসাগরের যে অংশ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে যোগাযোগের জন্য অপরিহার্য, সেখানেই শনিবার সকালে পর্তুগালের পতাকাবাহী জাহাজে হেলিকপ্টার থেকে সেনা নামায় ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)। জাহাজটির মালিক ইজরেলীয়। সেই সূত্রে জাহাজ অপহরণ করে ইজরায়েল (Israel) ও তার সঙ্গী আমেরিকাকে বার্তা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইরান। সেই জাহাজে ২৫ নাবিক আটকে পড়ার কথা জানিয়েছে ইজরায়েল। তার মধ্যে ১৭ জন ভারতীয়।

ইরান ইজরায়েলের উপর হামলা করতে পারে সেই আশঙ্কায় পারস্য উপসাগরের তীরে বেস স্টেশন (Military Base) করার পরিকল্পনা করেছিল। পারস্য উপসাগরে সাবমেরিন বসানোরও পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এলাকায় জাহাজ অপহরণ করে চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান।