Friday, August 22, 2025

বেপরোয়া গতির জের! পুজো দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু একই পরিবারের দুই শিশু-সহ ৭ জনের

Date:

Share post:

পুজো দিয়ে বাড়ি ফেরার পথে বড়সড় দুর্ঘটনা (Accident)! ট্রাকের (Truck) সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের সাত সদস্যের। মৃতদের মধ্যে দুই শিশুও (Child) ছিল বলে পুলিশ সূ্ত্রে। রাজস্থানের (Rajasthan )সিকার জেলায় রবিবার সন্ধ্যায় দুর্ঘটনার জেরে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পুলিশ সূত্রে খবর, রবিবার রাজস্থানের সালাসারের বালাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল উত্তরপ্রদেশের মিরাটের এক পরিবার। পুজো দিয়ে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। যদিও ঘাতক ট্রাকের চালক এবং খালাসি পলাতক। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।


প্রত্যক্ষদর্শীদের মতে, সিকার জেলার কাছে হাইওয়েতে বেপরোয়া গতির জেরে গাড়িটি একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে। মুহুর্তের মধ্যে গাড়িটিতে আগুন লেগে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক-সহ সাত জন ছিলেন। কেউই গাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি। তার মধ্যে আগুন লেগে গাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু হয় সাত জনের।
জানা গিয়েছে, হাইওয়ে ফাঁকা থাকায় খুব জোরে গাড়ি চালাচ্ছিলেন চালক। একটি ট্রাককে ওভারটেকের চেষ্টা করতেই বিপত্তি ঘটে। উল্টো দিক থেকে একটি গাড়ি আসায় ধাক্কা এড়াতে পাশ দিতে যান চালক। কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে সজোরে ধাক্কা মারে পাশের ট্রাকে।


এদিকে বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে গাড়ির কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না। পাশাপাশি দরজা না খোলায় গাড়ির মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হয় সকলের।

spot_img

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...