Thursday, August 28, 2025

জয়ের আগেই ২০৪৭ বার্তা মোদির! ৪০০ পেরোলেই ইউনিফর্ম সিভিল কোডের চোখরাঙানি

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন হতে তিন দিন বাকি। এখনও দেশের ২১ আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। একাধিক রাজ্যে এনডিএ জোটসঙ্গীরা সঙ্গ ছেড়েছে। এই পরিস্থিতিতে পুরোনো আসন আদৌ ধরে রেখে সরকার গঠন সম্ভব হবে কী না, সেই প্রশ্নের মধ্যেই ২০৪৭-এর স্বপ্ন দেখছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সঙ্গে ৪০০ আসন জিতে এলেই দেশে এক দেশে এক নির্বাচন যে লাগু হবেই তাও জোর দিয়ে ঘোষণা করে রাখলেন মোদি। মোদি গ্যারান্টির কথা ফলাও করে বললেও নির্বাচনের আগে মোদিই স্বীকার করলেন তাঁর অনেক কিছুই এখনও করা হয়নি।

সংবাদ সংস্থাকে দেওয়া নরেন্দ্র মোদির সাক্ষাৎকারে দাবি করেন, “গ্যারান্টির প্রশ্ন নিয়ে বলতে পারি, আজ আমাদের দেশের রাজনীতিকরা যা বলছেন তা সত্যি নয়”। যদিও বিরোধী রাজনীতিকরা কী মিথ্যা বলছেন তার কোনও জবাব তিনিও দিতে পারেননি। আবার পাল্টা তিনিই দাবি করেন, “অনেক সরকার বলে আমরা অনেক কিছু করেছি। আমি বিশ্বাস করি আমি সবকিছু এখনও করিনি”।

ক্ষমতায় এলে ইউনিফর্ম সিভিল কোড (UCC) -এর অঙ্গীকার পূরণ করার কথা বললেও তা নিয়ে পরস্পরবিরোধী কথা উঠে আসে মোদির মুখেই। তিনি একদিকে বলেন, ইউসিসি (UCC) তাঁর অঙ্গীকার। অন্যদিকে বলেন, “নাগাল্যান্ডের একজন মানুষ পাঞ্জাবের একজন মানুষের মত হতে পারেন না। কাশ্মীরের মানুষ গুজরাটের মত হবেন না। বিভিন্নতাই আমাদের শক্তি, আমাদের একে উদযাপন করা উচিত”।

নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সি (central agency) দিয়ে বিরোধী দলের কণ্ঠরোধে যে নজিরবিহীন সাক্ষী ১৮তম লোকসভা নির্বাচনে দেশের মানুষ হয়েছেন তাকেও সমর্থন করেন নরেন্দ্র মোদি। এমনকি আবারও তিনি দাবি করেন ইডি (ED)-র দায়ের করা মামলার মাত্র ৩ শতাংশ রাজনৈতিক নেতৃত্বদের বিরুদ্ধে। যদিও সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন এমন উদাহরণ যাতে স্পষ্ট লেভেল প্লেয়িং ফিল্ড (level playing field) তাঁর দল কখনই দেবে না। মোদি বলেন, “কংগ্রেসের সময়ে এমন নির্বাচন কমিশনার নির্বাচন করা হয়েছিল যিনি পরে কংগ্রেসের প্রার্থী হন। এবং সেই জন্য আমরা সেই পর্যায়ে খেলতে পারিনি”।

পাশাপাশি তিনি উল্লেখ করেন, “ওঁরা আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে (অমিত শাহ) জেলে ভরেছিল যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম”। নির্বাচন ঘোষণার সময়ে নির্বাচন কমিশন সবাইকে সমান খেলার মাঠ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা যে কতটা ভাঁওতা তা কার্যত প্রধানমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট।

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...