Wednesday, August 27, 2025

জলপাইগুড়িতে বুথে অশান্তি বাধানোর চেষ্টা বিজেপি বিধায়কের, রিপোর্ট তলব কমিশনের

Date:

Share post:

আপাত শান্ত পরিস্থিতিতে চলছে জলপাইগুড়ি লোকসভার ভোট। ব্যতিক্রম ডাবগ্রাম-ফুলবাড়ি। সেখানকার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। জানা গিয়েছে, ভোটের দিন সকাল থেকেই নিজের বিধানসভা এলাকার মধ্যে কর্মীদের নিয়ে ঘুরছিলেন শিখা। অভিযোগ, জলপাইগুড়ি লোকসভার প্রার্থীকে সঙ্গে নিয়ে শিখা বুথে ঢোকার চেষ্টা করেছিলেন। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। তখন নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেন। অভিযোগ, বাধা পেয়েই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক। পুলিশ তাঁকে জানায়, সেই বুথের ভোটার না হলে তিনি বুথের ভিতরে ঢুকতে পারবেন না। কিন্তু অভিযোগ, তা মানতে রাজি হননি শিখা। তা নিয়েই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শিখা পুলিশের কোনও আপত্তিই মানতে চাননি। পুলিশও তাঁর সামনে থেকে বাধা সরায়নি। একটা সময় পুলিশ বাহিনীর মুখোমুখি হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা। মাঝে ছিল পুলিশের ব্যারিকেড। এই পরিস্থিতিতে শিখাকে একটি গাড়িতে ঢুকিয়ে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। তার পর ক্রমশ উত্তেজনা থিতিয়ে আসে।
এই ঘটনায় শেষ পর্যন্ত রিপোর্ট চাইল কমিশন৷ পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেছেন,শান্তিপূর্ণভাবে এখানে ভোট হচ্ছিল। বিজেপি বিধায়ক ইচ্ছাকৃতভাবে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেন। পুলিশ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রথম থেকেই উনি প্ররোচনার সৃষ্টি করছেন। প্রার্থীর সঙ্গে বিভিন্ন বুথের ভেতরে ঢুকে যাচ্ছেন! নিয়ম অনুযায়ী, উনি সেটা পারেন না। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি বিধায়ক। সকাল থেকেই নিয়ম ভঙ্গ করছেন।




spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...