শক্তিপুর ও বেলডাঙার ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

প্রথম দফার ভোটের দিনেই শক্তিপুর (Saktipur PS) ও বেলডাঙা থানার (Beldanga PS) ওসিকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission)। হিংসা রুখতে ব্যর্থতার কারণ দেখিয়ে এই দুই থানার ওসিকে সাসপেন্ড করল কমিশন। এই দুই থানার ওসির বিরুদ্ধে চার্জশিট তৈরির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

রাম নবমীতে অশান্তি হয় মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ও শক্তিপুর থানা এলাকায়। বোমাবাজিও করা হয়। দীর্ঘক্ষণ ধরে কিছু দুষ্কৃতী রামনবমী তিথিতে এই হামলা পরিকল্পিতভাবে চালায়। এই ঘটনার পর কমিশন রিপোর্ট তলব করে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর শুক্রবার কমিশন শক্তিপুর(Shaktipur) এবং বেলডাঙ্গা(Beldanga) থানার ওসিদের সাসপেন্ড করার সিদ্ধান্ত গ্রহণ করে। শুক্রবার বিকেলে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন।

কমিশনের(Election Comission) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এই দুই থানার ওসিদের সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগে চার্জশিট গঠন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুই থানার ওসি(OC) পদে পরবর্তী যোগ্য অফিসারদের নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রথম দফায় রাজ্যের তিন কেন্দ্রে নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ বলে এদিন জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় মোট ১২ জনকে গ্রেফতার করা শুধুমাত্র কোচবিহার কেন্দ্র এলাকা থেকে। বিকাল পাঁচটা পর্যন্ত রাজ্যের ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ, যা শুক্রবার দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন- ১০২ আসনে শান্তিন্তেই প্রথম দফার নির্বাচন, কোথায় কত ভোট?