Wednesday, August 20, 2025

তমলুকে চাকরিহারাদের অবস্থান-বিক্ষোভ শুরু

Date:

Share post:

নিজের রাজনৈতিক কেরিয়ার তৈরির জন্য স্কুল শিক্ষকদের সিঁড়ি বানিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের এই রায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার সমান। রাজ্য জুড়ে শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি হারানোর পিছনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনেক অবদান রয়েছে। তিনিই আবার তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী। রবিবার তাঁর বিরুদ্ধে এই ভাষাতেই তীব্র ক্ষোভ উগরে দিলেন চাকরিহারা শিক্ষকরা।

এদিন থেকেই তমলুকের হাসপাতাল মোড়ে ২৬ হাজার চাকরি যাওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের হয়ে জীবন-জীবিকার লড়াইয়ে নামল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি। সেই সঙ্গে চাকরি ফিরে পাওয়ার দাবিতে শুরু হল চাকরিহারাদের অবস্থান-বিক্ষোভ। এই অবস্থান চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। তৃণমূলের এই দুই শিক্ষক সংগঠনের তরফে এই অবস্থানের ডাক দেওয়া হয়েছে। এই বিশাল শিক্ষক সমাবেশে গলায় ও হাতে পোস্টার, প্লাকার্ড নিয়ে চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীরা অবস্থান শুরু করলেন।

তীব্র দাবদাহ উপেক্ষা করে এই সমাবেশে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই সমাবেশ থেকে চাকরিখেকো বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন শিক্ষক-শিক্ষিকারা। রাজনৈতিক স্বার্থে গণতন্ত্রের মূল স্তম্ভ বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার বিরুদ্ধে গর্জে ওঠেন তাঁরা। ইতিমধ্যে ২০১৬ সালের প্যানেল বাতিল করেছে আদালত। তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ২,৪০০ শিক্ষক এবং অশিক্ষক কর্মী রয়েছেন। তাঁরাও এদিন অবস্থান বিক্ষোভে যোগ দেন। কখনও গান, কখনও হাততালি, কখনও স্লোগানে চাকরিহারা তাদের বঞ্চনার কথা তুলে ধরেন।




spot_img

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...