Wednesday, August 27, 2025

বিজেপি লাফালাফি করলেও আসন দু’অঙ্কের ঘরে পৌঁছবে না! রোড শো থেকে আত্মপ্রত্যয়ী সুদীপ

Date:

Share post:

সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর মানুষের অসীম বিশ্বাস এবং তৃণমূলের (TMC) উপর অগাধ আস্থা বেড়েই চলেছে। আর সেকারণেই লোকসভা ভোটের আবহে দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা ডেইলি প্যাসেঞ্জারি করলেও তাতে লাভের লাভ কিছুই হবে না। বুধবার আন্তর্জাতিক শ্রম দিবসে (International Workers’ Day) নির্বাচনী প্রচারে বেরিয়ে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। এদিন তিনি স্পষ্ট করে দেন বিজেপি যতই লাফালাফি করুক তাঁদের আসন দুই অঙ্কে পৌঁছবে না।

তবে এখানেই শেষ নয় এদিন সুদীপ মনে করিয়ে দেন তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভার দলীয় নেতা তথা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম দলের নেতা। দেশের রাজনীতিকে দিল্লিতে থাকার কারণে যত কাছ থেকে দেখা সম্ভব হয় সকলের তা দেখার সুযোগ হয় না । আর সেকারণেই আমি দেখতে এবং বুঝতে পারি কীভাবে একটি রাজনৈতিক দল একটি রাজ্যের অর্থনৈতিক দিক অবরোধ করে লাগাতার হেনস্থা করছে‌। এদিন মে দিবস উপলক্ষে রোদের তাপ উপেক্ষা করেই সকাল সকাল প্রচারে নামেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচার চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থী জানান, কেন্দ্রের মোদি সরকারের লাগাতার বঞ্চনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ফারাক মানুষের সামনে তুলে ধরছেন তিনি।


পাশাপাশি তিনি মনে করিয়ে দেন বিজেপির ১০ বছরের অন্যায়কাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যই তাঁর প্রচারের প্রধান অস্ত্র। অন্যদিকে এদিন নিজের জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী সুদীপ বলেন, আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি তখন আমার লক্ষ্য থাকে গতবারের থেকে কিভাবে ভোটের ব্যবধান বাড়ান যায় সেদিকে। তিনি আরও বলেন আমার বিরুদ্ধে কে প্রার্থী আছেন আমি এখনও সেবিষয়ে খবর রাখি না। এদিন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে এই বিশাল রোড শোয়ের আয়োজন করা হয়। এদিন মৌলালি থেকে মিছিল শুরু হয়ে পুরো উত্তর কলকাতা মিছিল প্রদক্ষিণ করবে বলে খবর। এদিনের প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচার সারতে দেখা যায় আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ শ্রমিক সংগঠনের নেতা কর্মীদের।

spot_img

Related articles

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...