Sunday, January 11, 2026

বিজেপি লাফালাফি করলেও আসন দু’অঙ্কের ঘরে পৌঁছবে না! রোড শো থেকে আত্মপ্রত্যয়ী সুদীপ

Date:

Share post:

সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর মানুষের অসীম বিশ্বাস এবং তৃণমূলের (TMC) উপর অগাধ আস্থা বেড়েই চলেছে। আর সেকারণেই লোকসভা ভোটের আবহে দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা ডেইলি প্যাসেঞ্জারি করলেও তাতে লাভের লাভ কিছুই হবে না। বুধবার আন্তর্জাতিক শ্রম দিবসে (International Workers’ Day) নির্বাচনী প্রচারে বেরিয়ে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। এদিন তিনি স্পষ্ট করে দেন বিজেপি যতই লাফালাফি করুক তাঁদের আসন দুই অঙ্কে পৌঁছবে না।

তবে এখানেই শেষ নয় এদিন সুদীপ মনে করিয়ে দেন তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভার দলীয় নেতা তথা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম দলের নেতা। দেশের রাজনীতিকে দিল্লিতে থাকার কারণে যত কাছ থেকে দেখা সম্ভব হয় সকলের তা দেখার সুযোগ হয় না । আর সেকারণেই আমি দেখতে এবং বুঝতে পারি কীভাবে একটি রাজনৈতিক দল একটি রাজ্যের অর্থনৈতিক দিক অবরোধ করে লাগাতার হেনস্থা করছে‌। এদিন মে দিবস উপলক্ষে রোদের তাপ উপেক্ষা করেই সকাল সকাল প্রচারে নামেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচার চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থী জানান, কেন্দ্রের মোদি সরকারের লাগাতার বঞ্চনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ফারাক মানুষের সামনে তুলে ধরছেন তিনি।


পাশাপাশি তিনি মনে করিয়ে দেন বিজেপির ১০ বছরের অন্যায়কাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যই তাঁর প্রচারের প্রধান অস্ত্র। অন্যদিকে এদিন নিজের জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী সুদীপ বলেন, আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি তখন আমার লক্ষ্য থাকে গতবারের থেকে কিভাবে ভোটের ব্যবধান বাড়ান যায় সেদিকে। তিনি আরও বলেন আমার বিরুদ্ধে কে প্রার্থী আছেন আমি এখনও সেবিষয়ে খবর রাখি না। এদিন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে এই বিশাল রোড শোয়ের আয়োজন করা হয়। এদিন মৌলালি থেকে মিছিল শুরু হয়ে পুরো উত্তর কলকাতা মিছিল প্রদক্ষিণ করবে বলে খবর। এদিনের প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচার সারতে দেখা যায় আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ শ্রমিক সংগঠনের নেতা কর্মীদের।

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...