Sunday, January 11, 2026

ডবল ইঞ্জিন রাজ্যে ধর্ষকদের বাড়বাড়ন্ত! নারী সুরক্ষা ইস্যুতে মোদির ‘ভাঁওতাবাজিকে’ ধুয়ে দিল তৃণমূল

Date:

Share post:

লোকসভা ভোটের (loksabha Election) আবহে এবার বিজেপির (BJP) আসল স্বরূপ সামনে আনল তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবারই বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল রাজ্য। রাজ্যের সাংবিধানিক প্রধান হয়েও তিনি যে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন তা নিয়ে ইতিমধ্যে সব মহলেই উঠেছে সমালোচনার ঝড়। তবে শুধু বাংলার রাজ্যপালই নন, শুধুমাত্র বিগত এক সপ্তাহেই নারী সুরক্ষার নামে বিজেপির (BJP) আসল ভাঁওতাবাজি প্রকাশ্যে আনল তৃণমূল। লোকসভা ভোটের আবহে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্য ও নেতাদের কর্মকাণ্ড প্রকাশ্যে এনে এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের (Saket Gokhle)। বিগত এক সপ্তাহে ডবল ইঞ্জিন রাজ্যে যেভাবে নারীদের উপর লাগাতার অত্যাচার চালানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ করে বিজেপিকে তুলোধনা করলেন সাকেত। তিনি পরিসংখ্যান তুলে ধরে নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, ধর্ষকদের সুরক্ষা দিতে এবং তাঁদের পুরস্কৃত করতে মোদির জুড়ি মেলা ভার।

এদিন এক্স হ্যান্ডেলে মোদির উদ্দেশে মূলত ৪ প্রশ্নবাণ তৃণমূলের। সাকেতের পোস্টে নজর রাখলেই দেখা যাচ্ছে বিজেপির জোট প্রার্থী ও সাংসদ প্রজওয়াল রেভান্নার নাম। তৃণমূলের অভিযোগ, ওই বিজেপি প্রার্থীর নামে একাধিক মহিলাকে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে অপ্রাপ্তবয়স্করাও রয়েছেন। ইতিমধ্যে তার সপক্ষে দুহাজারেরও বেশি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও একেবারে হাত গুটিয়ে বসে রয়েছে মোদি সরকার। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা তো দুরস্ত তাঁকে নিয়ে একেবারে মুখে কুলুপ বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের। তবে শুধু প্রজওয়াল রেভান্নাই নয়, তাঁর বাবার বিরুদ্ধেও যৌন নির্যাতনের অভিযোগ সামনে এনেছে বাংলার শাসকদল। এরপরই যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি নেতা ব্রিজ ভূষণ শরণের ছেলেকে লোকসভার টিকিট দেওয়ার ঘটনাকে আক্রমণ করে তৃণমূলের অভিযোগ, যার বিরুদ্ধে একাধিক মহিলা কুস্তিগীরদের ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। তাঁদেরই বেছে বেছে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। এরপরই সংযোজন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দের নাম। বৃহস্পতিবারই রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হতেই তাঁকে কাঠগড়ায় তুলে তৃণমূলের অভিযোগ, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে এসেছে। নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন শুধু রাজ্যপাল বোসই নন, এমন ন্যাক্কারজনক ও নজিরবিহীন ঘটনায় আরও কয়েকজন অভিযুক্ত রয়েছে।

এদিন মূলত এই চারটি বিষয় এক্স হ্যান্ডেলে তুলে ধরে বিজেপি তথা মোদি সরকারের চরম সমালোচনায় সরব তৃণমূল। সাকেতের আরও অভিযোগ, লোকসভা নির্বাচনের প্রচারে বাংলা-সহ দেশের একাধিক রাজ্যে যখন মোদি ও কেন্দ্রের শীর্ষ স্থানীয় নেতারা নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে মানুষের দরবারে বিরোধীদের নাস্তানাবুদ করছেন, তখন ডবল ইঞ্জিন সরকারের আসল ছবি প্রকাশ্যে আনল তৃণমূল। এদিন সাকেতের অভিযোগ, আগামী দিনে একদমই আশ্চর্য হওয়ার কিছু নেই যদি মোদি নির্বাচনী প্রচারে ‘নারী শক্তি’ ইস্যুতে একেবারেই বক্তব্য রাখা বন্ধ করে দেন। এরপরই সাকেতের অভিযোগ, বিজেপি এমনই একটি রাজনৈতিক দল যা দুর্নীতিগ্রস্তদের ওয়াশিং মেশিন ছাড়া আর কিছুই নয়। আর সেকারণেই যৌন হেনস্থায় অভিযুক্তদের ভোটের টিকিট দিয়ে তাঁদের সুরক্ষা দিতেই ব্যস্ত মোদি সরকার।

spot_img

Related articles

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...