Sunday, January 11, 2026

রামের আদেশ পালনের বার্তা! ‘ভোলবদলে’ বিজেপিতে যোগ দিতেই শেখর সুমনকে কটাক্ষ বিরোধীদের

Date:

Share post:

দেশে তৃতীয় দফার নির্বাচনের (Third Phase Election) দিনই কংগ্রেস (Congress) শিবিরে বড়সড় ধাক্কা! মঙ্গলবারই হাত শিবির ছেড়ে বিজেপিতে (BJP) যোগদান করলেন একদা কংগ্রেসে নাম লেখানো অভিনেতা শেখর সুমন (Sekhar Suman) ও কংগ্রেসের জাতীয় মুখপাত্র রাধিকা খেরা (Radhika Khera)। মঙ্গলবার দিল্লিতে (Delhi) বিজেপির প্রধান কার্যালয়ে গিয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন তাঁরা। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন শেখর। বিহারের পটনাসাহিব লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থীও করে হাত শিবির। কিন্তু মাত্র ৬১ হাজার ভোট পেয়ে বিরোধীদের কাছে ধরাশায়ী হয়ে পড়েন অভিনেতা।

 

তবে শেখরের আচমকা ‘ফুল বদল’কে ভালো চোখে দেখছেন না বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, পুত্র অধ্যয়নের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর প্রকাশ্যে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ডাইনি এবং কোকেনে আসক্ত অভিনেত্রী বলে আক্রমণ করেছিলেন শেখর। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে মাসখানেক আগেই কঙ্গনা সম্পর্কে একেবারে অবস্থান বদল করে বরফ গলার ইঙ্গিত দিয়েছিলেন শেখর। আর সেই আশঙ্কাই এবার সত্যি হল। এতদিন বিজেপি তথা কঙ্গনার বিরুদ্ধে যিনি বারবার সরব হতেন, তিনিই একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে এবার যোগ দিলেন বিজেপিতে।

এদিন গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর শেখর সুমন জানান, আমি গতকাল পর্যন্তও আমি জানতাম না, এমনটা হতে চলেছে। জীবনে অনেক কিছুই আচমকা ঘটে। আপনার কপালে কী আছে, সেটা তো জানা যায় না। তবে কখনও কখনও কোনও আদেশ শিরোধার্য করে নিতে হয়। আমি খুব ইতিবাচক একটা মনোভাব নিয়েই বিজেপিতে এসেছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাব। কারণ রামের আদেশ পালনের জন্যই আমি আজ বিজেপিতে। এরপরই দিনকয়েক আগে কটাক্ষ করলেও বিজেপির পতাকা হাতে নিয়েই ভোলবদলে ফেলে শেখর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, অনুরাগ ঠাকুরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।

 

spot_img

Related articles

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের...

নাবালিকা হকি খেলোয়াড়কে ধর্ষণ কোচের, ন্যক্কারজনক ঘটনা হরিয়ানাতে

ডাবল ইঞ্জিন সরকারে রাজ্যে ফের আক্রান্ত মহিলা ক্রীড়াবিদ। হরিয়ানায়(Haryana) নাবালিকা হকি খেলোয়াড়কে(Junior hockey Player) ধর্ষণের বিস্ফোরক অভিযোগ উঠল...

মেট্রোর লাইনে আবার ‘ঝাঁপ’: রবিবাসরীয় সন্ধ্যায় ব্যাহত পরিষেবা

রবিবার সন্ধ্যায় ফের বিপর্যস্ত হল ব্লু লাইন মেট্রো পরিষেবা (Kolkata Metro)। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, নেতাজি ভবন...