Friday, November 7, 2025

১০ লাখ দিলেই NEET পাশ! মোদি রাজ্যে শিক্ষা ব্যবস্থার বড় দুর্নীতি প্রকাশ্যে

Date:

Share post:

সাদা উত্তরপত্রের সঙ্গে ১০ লক্ষ টাকা দিলেই পরীক্ষার্থীকে পাশ করিয়ে দিচ্ছেন শিক্ষক। তাও আবার যে সে পরীক্ষা নয় NEET-UG এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায়। শিক্ষা ব্যবস্থায় বড় দুর্নীতি গুজরাটে (Education scam in Gujrat)। বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় (NEET) ভয়ংকর দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে গুজরাটের পঞ্চমহল জেলার গোধরার (Godhara, Gujrat) একটি স্কুলে।

রবিবার ছিল ডাক্তারি প্রবেশিকার পরীক্ষা নিট (National Eligibility-cum-Entrance Test)।জানা যায় ঐদিন গোধরার একটি স্কুলে তুষার ভাট (Tushar Bhatt) নামে এক পদার্থবিদ্যার শিক্ষক পরীক্ষার্থীদের বলেন, উত্তরপত্র সাদা রেখে দিয়ে ১০ লক্ষ টাকা দিলেই তাঁদের হয়ে সঠিক উত্তর লিখে লিখে দেওয়া হবে। যেসব পরীক্ষার্থীরা টাকা দেবেন তাঁদের পাশ করিয়ে দেবার গ্যারান্টিও দেওয়া হয় বলে অভিযোগ। পরীক্ষাকেন্দ্রে দুর্নীতির খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে হাজির হন জেলাশাসক (DM)। এরপরই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তবে তুষার একা নন, তাঁর সঙ্গে আরিফ ভোরা এবং পরশুরাম রায় নামের দুই ব্যক্তি জড়িত আছেন বলে জানা যায়। তুষার ভাটকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। বাকিদেরও আটক করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করার সময় তার তাঁর মোবাইল ফোন খতিয়ে দেখে ১৬ জন পরীক্ষার্থীর নামের তালিকা পাওয়া যায়। এই ১৬ জনের মধ্যে নাকি ৬ জনকে ১০ লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষায় পাশ করানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অভিযুক্ত শিক্ষক নিজের দোষ স্বীকার করেছেন। অগ্রিম হিসেবে নেওয়া সাত লক্ষ টাকাও তাঁর গাড়ি থেকে উদ্ধার হয়েছে। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই মোদি সরকারকে এক হাত নিয়েছে বিরোধীরা। অনেকেই বলছেন এটা ট্রেলার মাত্র। ডবল ইঞ্জিন রাজ্যে শিক্ষা থেকে স্বাস্থ্য সর্বত্র সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে সেই সব কিছু চাপা দিয়ে রাখছেন মোদি- শাহরা। উল্টে এজেন্সির অপব্যবহার করে বিরোধী রাজ্য গুলোর উপর আক্রমণ শানাতে ব্যস্ত বিজেপি সরকার। তবে খুব তাড়াতাড়ি দেশের মানুষ এইসব দুর্নীতি অন্যায়ের জবাব দেবেন বলে মত বিরোধীদের।

 

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...