Tuesday, November 4, 2025

জনসংযোগ সারতে ট্রেনে চড়লেন রচনা! তারকা প্রার্থীকে কাছে পেয়ে আপ্লুত যাত্রীরা 

Date:

Share post:

হাতে আর বেশি সময় বাকি নেই। আগামী ২০ মে পঞ্চম দফার ভোটগ্রহণ হুগলি (Hoogly)-সহ রাজ্যের ৬ লোকসভা আসনে। ইতিমধ্যে জোরকদমে প্রচার (Campaign) শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সেইমতো শনিবার সকালে আচমকাই ব্যান্ডেল (Bandel) স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে (Local train) উঠে জনসংযোগ সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। এদিন রচনার সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও তৃণমূল কর্মী সমর্থকরা। তবে এদিন তৃণমূল প্রার্থীকে বেশ খোশমেজাজেই ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে রচনাকে দেখতে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

শনিবার একদম টিকিট কেটে ট্রেনে ওঠেন তৃণমূল প্রার্থী।ট্রেনে উঠে রচনা বলেন, কতদিন পর ট্রেনে উঠলাম। ট্রেনে চড়তে আমার খুব ভাল লাগে। বিশেষ করে ট্রেনে শুতে পারলে ভাল লাগে। এদিন, ব্যান্ডেল থেকে হুগলি, চুঁচুড়া, চন্দননগর প্রতিটি স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন তারকা প্রার্থী। পাশাপাশি রচনা জানান, তিনি রোড শো করলেও অনেকেই উপস্থিত থাকতে পারেননি। অভিনেত্রী বলেন, হুগলির ভোটার যারা চাকরি করতে কলকাতায় যান তাঁরা সবসময় বাড়িতে থাকতে পারেন না। সেকারণেই তাঁদের সঙ্গে দেখা করতেই ট্রেনে জনসংযোগের ভাবনা রচনার।

এদিন তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে সেলফি তোলেন যাত্রীরা। সবার সঙ্গেই হাসিমুখে সেলফি তোলেন তৃণমূল প্রার্থী। এরপর তিনি চন্দননগর স্টেশনে নেমে চা বিরতি নেন। সেখানে চন্দননগর হাসপাতালের এক চিকিৎসক রচনাকে গানও শোনান বলে খবর। এদিকে নিজের জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী রচনা।


spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...